Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৪, ১৮ জুলাই ২০২০

বাংলাদেশের সিনেমায় ভারতের ঋত্বিকা

বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ভারতের উঠতি অভিনেত্রী ঋত্বিকা সেন। সম্প্রতি সেই ছবির জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানান প্রযোজক কাজী মিজান।

‘একাত্তরের ইতিহাস’ নামের ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন মো. সেলিম খান। চিত্রনাট্য ও পরিচালনায় আছেন শামীম আহমেদ রনি। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান বিলডেক্স ইন্টারন্যাশনাল।

আগস্ট থেকে শুটিং শুরু হবে। বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি চলছে বলে জানান নির্মাতা রনি। সেই ছবিতে দেখা যাবে ঋত্বিকাকে।

জানা গেছে, ‘একাত্তরের ইতিহাস’-এ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নির্যাতিত কিশোরীর চরিত্রে অভিনয় করবেন ঋত্বিকা। অন্যদিকে তার বিপরীতে কিশোর মুক্তিযোদ্ধার চরিত্রে থাকছেন শান্ত খান। ছবিতে আরও আছেন ফজলুর রহমান বাবু ও সাদেক বাচ্চু।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ