বিনোদন ডেস্ক
আপডেট: ১২:৫০, ১৯ জুলাই ২০২০
আজ মিষ্টি মেয়ে কবরীর জন্মদিন।

আজ ১৯ জুলাই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ‘মিষ্টি মেয়ে’ কবরীর জন্মদিন। আজ নায়িকার ৭০ বছর বয়স পূর্ণ করলেন।
১৯৫০ সালের এইদিনে চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহণ করেন তিনি। বাবার নাম শ্রীকৃষ্ণ দাস পাল, মা লাবণ্য প্রভা পাল।
শৈশব ও কৈশোরে এই নায়িকা ‘মীনা পাল’ নামেই বেড়ে ওঠেন চট্টগ্রাম নগরীতে। ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব তার।
১৯৬৪ সালে চলচ্চিত্রকার সুভাষ দত্ত নির্মাণ করবেন ‘সুতরাং’ নামের একটি ছবি। ওই ছবির জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আনলেন এক কিশোরীকে। মীনা পাল থেকে তার ফিল্মি নাম হয়ে গেল কবরী।
‘সুতরাং’ দেশ-বিদেশে বেশ প্রশংসিত হয়, সুপারহিট ব্যবসাও করে। আর রাতারাতি নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হন কবরী। অভিনয়ের পাশাপাশি তার হাসির খ্যাতি ছড়িয়ে পড়ে দেশজুড়ে।
এর পর একে একে কাজ করেন হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক এবং জহির রায়হানের উর্দু ছবি ‘বাহানা’ ও ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবিতে।
কবরীর উল্লেখযোগ্য অন্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে আবির্ভাব, যে আগুনে পুড়ি, দ্বীপ নেভে নাই, দর্পচূর্ণ, রংবাজ, মাসুদ রানা, সুজন সখী, সাধারণ মেয়ে, গুন্ডা, নীল আকাশের নীচে, স্মৃতিটুকু থাক, বধূ বিদায়, আরাধনা, বেঈমান, দুই জীবন, দেবদাস, অরুণ বরুণ কিরণমালা ও সাত ভাই চম্পা।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ