Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ১৯ জুলাই ২০২০
আপডেট: ১২:৫০, ১৯ জুলাই ২০২০

আজ মিষ্টি মেয়ে কবরীর জন্মদিন।

আজ ১৯ জুলাই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ‘মিষ্টি মেয়ে’ কবরীর জন্মদিন। আজ নায়িকার ৭০ বছর বয়স পূর্ণ করলেন। 

১৯৫০ সালের এইদিনে চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহণ করেন তিনি। বাবার নাম শ্রীকৃষ্ণ দাস পাল, মা লাবণ্য প্রভা পাল। 

শৈশব ও কৈশোরে এই নায়িকা ‘মীনা পাল’ নামেই বেড়ে ওঠেন চট্টগ্রাম নগরীতে। ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব তার।

১৯৬৪ সালে চলচ্চিত্রকার সুভাষ দত্ত নির্মাণ করবেন ‘সুতরাং’ নামের একটি ছবি। ওই ছবির জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আনলেন এক কিশোরীকে। মীনা পাল থেকে তার ফিল্মি নাম হয়ে গেল কবরী।

‘সুতরাং’ দেশ-বিদেশে বেশ প্রশংসিত হয়, সুপারহিট ব্যবসাও করে। আর রাতারাতি নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হন কবরী। অভিনয়ের পাশাপাশি তার হাসির খ্যাতি ছড়িয়ে পড়ে দেশজুড়ে।

এর পর একে একে কাজ করেন হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক এবং জহির রায়হানের উর্দু ছবি ‘বাহানা’ ও ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবিতে।

কবরীর উল্লেখযোগ্য অন্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে আবির্ভাব, যে আগুনে পুড়ি, দ্বীপ নেভে নাই, দর্পচূর্ণ, রংবাজ, মাসুদ রানা, সুজন সখী, সাধারণ মেয়ে, গুন্ডা, নীল আকাশের নীচে, স্মৃতিটুকু থাক, বধূ বিদায়, আরাধনা, বেঈমান, দুই জীবন, দেবদাস, অরুণ বরুণ কিরণমালা ও সাত ভাই চম্পা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ