Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২০ জুলাই ২০২০

অসুস্থতা নিয়ে হাসপাতালে কণ্ঠশিল্পী নির্মলা মিশ্র

কলকাতার বর্ষীয়ান কণ্ঠশিল্পী নির্মলা মিশ্র গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অনেক দিন ধরেই এই শিল্পী ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।

রোববার (১৯ জুলাই) হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি ভারতীয় এক গণমাধ্যমকে নিশ্চিত করেন এই শিল্পীর স্বামী।

নির্মলা মিশ্রের স্বামী প্রদীপ দাশগুপ্ত জানান, রোববার রাতে নির্মলা মিশ্র খুব অসুস্থ হয়ে পড়েন। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। বেশি অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

২০১৮ সালে ফুসফুসে পানি জমায় নির্মলা মিশ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন দীর্ঘ সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি।

৫০ বছরেরও বেশি সময় নির্মলা গান গেয়ে দর্শকদের মন জয় করে আসছেন। গত শতকের ষাট ও সত্তর দশকে বাংলা গানের অন্যতম জনপ্রিয় গায়িকা নির্মলা মিশ্র। ‘শ্রী লোকনাথ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে অভিষেক ঘটে তার। এরপর ‘স্ত্রী’, ‘অভিনেত্রী’, ও ‘অনুতাপ’র মতো সিনেমায় গান গেয়েছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ