Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪২, ২০ জুলাই ২০২০

প্রকাশ্যে এল সুশান্তের বায়োপিকের পোস্টার

এক মাস অতিক্রম হয়েছে সুশান্তের মৃত্যুর। এর মাঝে বলিউডের অন্দরে নানা বিষয়ে আলোচনা চলছে।

সামনে আসছে ইন্ডাস্ট্রির একের পর এক অন্ধকার দিক। তদন্তে কঠোর হয়েছে পুলিশ। অনেক সেলিব্রিটি হয়েছেন জিজ্ঞাসাবাদের মুখোমুখি। কিন্তু জানা যায়নি আত্মহত্যার কোনো কারণ। 

এমন সময় প্রকাশ্যে এল সুশান্তর জীবনী নিয়ে তৈরি হতে চলা ছবির খবর, নাম ‘সুইসাইড অর মার্ডার’। এমনকি প্রকাশ হয়েছে পোস্টারও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক বিজয় শেখর বলেন, “এই ছবিতে কখনই সুশান্তকে ছোট করা বা অপমান করা হবে না। এই ছবির প্রচেষ্টাই হবে, কীভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি চলে, আর এই ফিল্ম ইন্ডাস্ট্রি এসে কীভাবে নতুন কেউ জায়গা করে নিতে স্ট্রাগল করে।”

আরও বলেন, “ছবিতে থাকবে স্বজনপোষণ, মাফিয়ার গল্পও। আপাতত ৫০ শতাংশ চিত্রনাট্য লেখা হয়ে গেছে। খুব শিগগিরই বাকি কাজ শেষ হবে।”

এই ছবিতে সুশান্তর চরিত্রে অভিনয় করছেন তার লুক আ লাইক শচীন তিওয়ারি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ