বিনোদন ডেস্ক
আপডেট: ২১:৫৭, ২০ জুলাই ২০২০
ট্রাক্টর দিয়ে জমি চাষে ব্যস্ত সালমান খান

করোনাভাইরাসের কারণে প্রায় ৪ মাস ধরে প্যানভেলের খামারবাড়িতে আটকে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেখানে বসেই নিজেকে নানা সৃজনশীল কাজে ব্যস্ত রেখেছেন তিনি। ইতোমধ্যে একাধিক গানচিত্র নির্মাণ করেছেন ভাইজান। সেসব হাতে পেয়ে দারুন খুশি ভক্তরাও।
এসব কিছুর পাশাপাশি করোনার এই সংকটকালে তিনি মন দিয়েছেন কৃষিকাজে। কিছুদিন আগেই মুম্বাইয়ের প্যানভেলের খামারবাড়িতে সালমান খানকে দেখা গিয়েছিল ধানের চারা রোপণ করতে। তবে এবার তাকে দেখা গেল ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে।
রোববার গভীর রাতে সালমান খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বর্তমানে যেটি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পানিভরা জমিতে একজন সহকারীকে নিয়ে ট্রাক্টর চালাচ্ছেন সালমান। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ফার্মিং।
এর আগে ইনস্টাগ্রামে ধানের চারা রোপনের একটি ছবি পোস্ট করেন সালমান খান। যার ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘প্রতিটি দানায় লেখা থাকে এটি কার খাবার। সৈনিকদের জয়! কৃষকের জয়!’
অন্য এক ছবিতে কর্দমাক্ত অবস্থায় দেখা যায় সালমানকে। যেন সারাদিনের কৃষিকাজ শেষে ক্লান্ত শরীরের বিশ্রাম নিচ্ছেন। ছবিটির ক্যাপশনে লিখেছিলেন, ‘সকল কৃষকের প্রতি শ্রদ্ধা।’
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ