Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ২০ জুলাই ২০২০
আপডেট: ২১:৫৭, ২০ জুলাই ২০২০

ট্রাক্টর দিয়ে জমি চাষে ব্যস্ত সালমান খান

করোনাভাইরাসের কারণে প্রায় ৪ মাস ধরে প্যানভেলের খামারবাড়িতে আটকে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেখানে বসেই নিজেকে নানা সৃজনশীল কাজে ব্যস্ত রেখেছেন তিনি। ইতোমধ্যে একাধিক গানচিত্র নির্মাণ করেছেন ভাইজান। সেসব হাতে পেয়ে দারুন খুশি ভক্তরাও।

এসব কিছুর পাশাপাশি করোনার এই সংকটকালে তিনি মন দিয়েছেন কৃষিকাজে। কিছুদিন আগেই মুম্বাইয়ের প্যানভেলের খামারবাড়িতে সালমান খানকে দেখা গিয়েছিল ধানের চারা রোপণ করতে। তবে এবার তাকে দেখা গেল ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে।

রোববার গভীর রাতে সালমান খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বর্তমানে যেটি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পানিভরা জমিতে একজন সহকারীকে নিয়ে ট্রাক্টর চালাচ্ছেন সালমান। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ফার্মিং।

এর আগে ইনস্টাগ্রামে ধানের চারা রোপনের একটি ছবি পোস্ট করেন সালমান খান। যার ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘প্রতিটি দানায় লেখা থাকে এটি কার খাবার। সৈনিকদের জয়! কৃষকের জয়!’

অন্য এক ছবিতে কর্দমাক্ত অবস্থায় দেখা যায় সালমানকে। যেন সারাদিনের কৃষিকাজ শেষে ক্লান্ত শরীরের বিশ্রাম নিচ্ছেন। ছবিটির ক্যাপশনে লিখেছিলেন, ‘সকল কৃষকের প্রতি শ্রদ্ধা।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ