Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ২১ জুলাই ২০২০
আপডেট: ১২:২৮, ২১ জুলাই ২০২০

এবার স্বজনপ্রীতি নিয়ে মুখ খুললেন গোবিন্দ

গোটা বলিউড পাড়ায় এখন স্বজনপ্রীতি নিয়ে সবাই তৎপর। এমন সময় স্বজনপ্রীতি বিতর্কে মুখ খুললেন গোবিন্দ। গায়ে রয়েছে স্টারকিডের তকমা। কিন্তু তা সত্ত্বেও স্বজনপ্রীতির শিকার হয়েছেন তিনি।

মা নির্মলা দেবী এবং বাবা অরুণ কুমার আহুজা, দু’জনেই অভিনেতা। ফিল্মি পরিবারে জন্ম নিয়েও কেন হঠাৎ করেই স্টারডম মুখ ফিরিয়ে নিয়েছিল তার থেকে?

গোবিন্দর কথায়, ‘আমার বাবা-মা ফিল্মি দুনিয়া ছাড়ার ৩৩ বছর পর আমি এখানে পা রাখি। তখন তাদের স্টারডম অনেকটাই ফিকে। অনেক নতুন প্রযোজক ইতিমধ্যেই চলে এসেছেন যারা আমার বাবা-মা’কে চিনতেনও না ঠিকমতো। তাদের একঝলক পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো আমায়।’

বলিউডে ক্যাম্প রয়েছে, আর সেই ক্যাম্পের অংশ না হতে পারলেই তুমি ‘আউট’, সে কথা মেনে নিয়েই তিনি বলছেন, ‘আগে যিনি যোগ্য তিনিই কাজ পেতেন।

গোবিন্দার অভিযোগ, ব্যক্তিগত ভাবে তিনিও এর মুখোমুখি হয়েছেন। তার অনেক ছবিরই ‘প্রপার রিলিজ’ হয়নি বলে দাবি অভিনেতার।

গোবিন্দর মেয়ে টিনা আহুজাও ইন্ডাস্ট্রির অংশ। তার অভিনয়ে আসাটা কি নেপোটিজম?

এমন প্রশ্নের জবাবে গোবিন্দ বলেন, ‘এ নিয়ে ওর সঙ্গে বিশেষ কথা হয়নি। সময় এলে ও নিজেই নিজের পরিচিতি তৈরি করবে ইন্ডাস্ট্রিতে।’ 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ