Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ২১ জুলাই ২০২০

সপরিবারে করোনায় আক্রান্ত অভিনেতা সুরজিৎ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতার ছোটপর্দার পরিচিত অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে করোনা পজিটিভ তার স্ত্রী ও মেয়ে।

সুরজিতের মেয়ে সোমবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আমার এবং বাবা-মা তিনজনেরই কোভিড টেস্ট আজ পজিটিভ এসেছে। তিন মাস গৃহবন্দি থাকার পর এ জিনিস কী করে সম্ভব তা আমার জানা নেই।’’

মেয়ে দেবপ্রিয়া লেখেন, “আমাদের যতটুকু তথ্য দেওয়া হয়েছিল তাতে আমরা জানতাম টলিপাড়া সম্পূর্ণরূপে স্যানিটাইজড রয়েছে। হয়তো অন্য কোনোভাবে সংক্রমিত হয়েছে বাবা। অনেকে বলছে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। বোধহয় আমরাই ছিলাম গোষ্ঠী সংক্রমণের প্রথম তিন বলি।’’

দিন কয়েক আগেই হঠাৎই জ্বর আসে সুরজিতের স্ত্রীর। এর কিছুদিন পরই গলা ব্যথা শুরু হয় অভিনেতার। এর পরেই সপরিবার টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। সুরজিতের স্ত্রীর জ্বর এখনো কমেনি।

করোনা আক্রান্ত সুরজিতের আপাতত বেশ কয়েকদিন টলিপাড়ার কাজে ফেরার সম্ভাবনা নেই। আপাতত হোম আইসোলেশনে তাদের সবার চিকিৎসা চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ