Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩, ২১ জুলাই ২০২০

ঈদের ৭ দিন টিভিতে সালমান শাহ’র সিনেমা

মারা গেছেন ২৩ বছর আগে, কিন্তু এখনো গেঁথে আছনে ভক্তদের মনে। তিনি সবার পছন্দের, সবার প্রিয়, সবার স্বপ্নের নায়ক সালমান শাহ। তার অভিনীত সিনেমা এখনো দর্শকদের কাছে জনপ্রিয়।

বিভিন্নভাবেই প্রয়াত এই নায়ককে স্মরণ করা হয়। তাই এবার করোনাকালে বিজয় টিভিতে দর্শকদের প্রিয় নায়কের সিনেমা দেখানো হবে। ঈদের সাত দিনে বিজয় টিভির পর্দায় থাকছে ৭টি সিনেমা।

ঈদের দিন থকে পরের ছয় দিন রাত ১০টা থেকে প্রচার হবে সালমান শাহ অভিনীত সিনেমা। এই সিনেমাগুলোর মধ্যে সালমান শাহ-শাবনূর জুটির স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, তোমাকে চাই ছবিগুলো। এছাড়াও প্রচার হবে সালমান শাহ-লিমা জুটির কন্যাদান, প্রেম যুদ্ধ, সালমান শাহ-মৌসুমীর স্নেহ এবং সালমান শাহ-একার প্রিয়জন ছবিগুলো।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ