Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ২৪ জুলাই ২০২০

১০০ ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীকে আর্থিক সহায়তা দিলেন হৃতিক

করোনাকালে আর্থিক সংকটে ভুগছে বলিউডের ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীরা। তাদের সাহায্যে এবার এগিয়ে এলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১০০ ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীকে টাকা পাঠিয়েছেন অভিনেতা।

আজ থেকে ২০ বছর আগে ব্লকবাস্টার হিট ‘কহো না পেয়ার হ্যায়’ (২০০০) ছবির মাধ্যমে বলিউডে আলোচনায় আসেন হৃতিক। সেই থেকে ড্যান্সারদের প্রতি তার উদারতার কথা বলিউডের সবাই জানেন। তার অধিকাংশ ছবিতে নাচকে গুরুত্ব দেয়া হয়। পেছনে রাখা হয় শতশত শিল্পীকে। তার ঝুলিতে আছে ‘ফিজা’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কোয়ি মিল গ্যায়া’, ‘ধুম ২’, ‘যোধা আকবর’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ বা ‘কৃষ’ সিরিজের মতো সফল ছবি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হৃতিক সরাসরি শিল্পীদের অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে দিয়েছেন। তবে ঠিক কী পরিমাণ অর্থ দিয়েছেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। হৃতিক যাদের সাহায্য করলেন তাদের অনেকেই ‘স্বপ্নের’ মুম্বাই ছেড়ে ইতিমধ্যে গ্রামে চলে গেছেন। অনেকে আবার কষ্টে দিন কাটাচ্ছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ