বিনোদন ডেস্ক
১০০ ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীকে আর্থিক সহায়তা দিলেন হৃতিক

করোনাকালে আর্থিক সংকটে ভুগছে বলিউডের ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীরা। তাদের সাহায্যে এবার এগিয়ে এলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১০০ ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীকে টাকা পাঠিয়েছেন অভিনেতা।
আজ থেকে ২০ বছর আগে ব্লকবাস্টার হিট ‘কহো না পেয়ার হ্যায়’ (২০০০) ছবির মাধ্যমে বলিউডে আলোচনায় আসেন হৃতিক। সেই থেকে ড্যান্সারদের প্রতি তার উদারতার কথা বলিউডের সবাই জানেন। তার অধিকাংশ ছবিতে নাচকে গুরুত্ব দেয়া হয়। পেছনে রাখা হয় শতশত শিল্পীকে। তার ঝুলিতে আছে ‘ফিজা’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কোয়ি মিল গ্যায়া’, ‘ধুম ২’, ‘যোধা আকবর’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ বা ‘কৃষ’ সিরিজের মতো সফল ছবি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হৃতিক সরাসরি শিল্পীদের অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে দিয়েছেন। তবে ঠিক কী পরিমাণ অর্থ দিয়েছেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। হৃতিক যাদের সাহায্য করলেন তাদের অনেকেই ‘স্বপ্নের’ মুম্বাই ছেড়ে ইতিমধ্যে গ্রামে চলে গেছেন। অনেকে আবার কষ্টে দিন কাটাচ্ছেন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ