Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ২৭ জুলাই ২০২০
আপডেট: ১৪:০২, ২৭ জুলাই ২০২০

করোনা আক্রান্ত হলেন সংগীতশিল্পী রবি চৌধুরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। খবরটি নিজেই নিশ্চিত করেন এক সময়ের জনপ্রিয় গায়ক।

ফেসবুকে রবি চৌধুরী লেখেন, “করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারো ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে।”

জানা যায়, কিছুদিন ধরে মৃদু শারীরিক উপসর্গ ছিল রবির। অসুস্থতা বাড়লে করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। এতে ফল পজিটিভ আসে।

রবি চৌধুরীর দেয়া ওই পোস্টে চিত্রনায়িকা রোজিনা লিখেছেন, “তোমার জন্য অনেক অনেক দোয়া। মহান আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবেন।”

এ ছাড়া মন্তব্য করেন আঁখি আলমগীর, লোপা, আতিক হাসান, রুবাইয়াৎ জাহান, আনজাম মাসুদসহ অনেকে। সবাই এই সংগীতশিল্পীর সুস্বাস্থ্য কামনা করেন।

আইনিউজ/এসডিপি                                                                                          

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ