বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:১৬, ২৯ জুলাই ২০২০
হাসপাতাল ছাড়লেন ঐশ্বরিয়া ও আরাধ্য

বচ্চন পরিবারের দুই সদস্য ঐশ্বরিয়া ও আরাধ্য নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজ বাসায় ফিরে গেছেন।
সোমবার বিকেলে অভিষেক বচ্চন টুইট করে ঐশ্বরিয়া ও আরাধ্যর করোনা নেগেটিভ হওয়ার কথা জানিয়েছেন। জুনিয়র বচ্চন টুইটে বলেছেন, ‘আপনাদের সবার প্রার্থনা ও শুভকামনা সব সময় আমাদের সঙ্গে থাকবে। সৌভাগ্যবশত ঐশ্বরিয়া ও আরাধ্যর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ওদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওরা এখন বাড়িতেই থাকবে। আমি আর বাবা হাসপাতালে আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকব।’
বিগ বি ও জুনিয়র বচ্চনের করোনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। অভিষেকের টুইটে জানা গেছে, তাঁদের ঠিকানা এখনো নানাবতী হাসপাতাল। কবে তাঁরা কবে ছাড়া পাবেন এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এদিকে এত দিন বচ্চন পরিবারের তিনটি বাংলো ‘করোনায় আক্রান্ত’ হিসেবে বিএমসি থেকে সিল করে দেওয়া ছিল। বিগ বির এই তিন বাংলোর সিল খুলে দেওয়া হয়েছে ।
গত ১১ জুলাই বচ্চন পরিবারের চার সদস্য একসঙ্গে করোনায় আক্রান্ত হন। বিগ বি ও অভিষেক করোনায় সংক্রমিত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যর শরীরেও করোনাভাইরাস পাওয়া গিয়েছিল। কিন্তু তাঁরা বাসাতেই কোয়ারেন্টিন ছিলেন। কিছুদিন পর ঐশ্বরিয়া ও আরাধ্যর স্বাস্থ্যের অবনতি হলে তাঁদেরও নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই মুহূর্তে সবচেয়ে খুশির খবর যে ঐশ্বরিয়া ও আরাধ্যর করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে। আর মা-কন্যাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
সর্বশেষ