Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ২৯ জুলাই ২০২০

নিশো বাকি জীবন গাড়িতেই কাটাবেন!

ঢাকা শহরে বাড়িওয়ালাদের প্রতি ভাড়াটিয়াদের অভিযোগের কোনো কমতি নেই। এসব মেনে নিয়ে জীবনের অসীম সমুদ্রে পাড়ি দিচ্ছে রাজধানীর মানুষ। পোহাতে হয় বাসাভাড়ার জটিলতা। তবে ব্যতিক্রম পাওয়া গেল গেল একজনকে। অভিনেতা আফরান নিশো। তিনি বাকি জীবনটা কাটিয়ে দেবেন নিজের গাড়িতে!

যেখানে তার নিত্যপ্রয়োজনীয় সব জিনিস তোলা থাকবে। তিনি সিদ্ধান্ত নিলেন, বাড়িওয়ালাদের কাছে পরাজিত হবেন না। বাকি জীবন কাটিয়ে দেবেন নিজের গাড়িতেই! যেখানে তার নিত্যপ্রয়োজনীয় সব জিনিস তোলা থাকবে।

সিএমভি প্রযোজিত মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটক ‘একাই ১০০’ এ এমন এক চরিত্রেই দেখা যাবে আফরান নিশোকে। নাটকে নিশোর বিপরীতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, শহরের ভাড়াটিয়া বনাম বাড়িওয়ালার মধ্যে নানা ঘটনা নিয়ে নাটকটির গল্প তৈরি হয়েছে। যেমন রাত ১১টার পর গেট বন্ধ। এসব বিষয়ে বিরক্ত একজন পুরুষের বাসা ছেড়ে দেওয়ার গল্প এটি। দুদিন আগেই নাটকটির কাজ শেষ করেছি।

নাটকটি প্রচার হবে আগামী ৩ আগস্ট দীপ্ত টিভির পর্দায়। এছাড়াও একই দিনে এটি প্রকাশ করা হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

আইনিউজ/টিএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ