বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:১৭, ৩০ জুলাই ২০২০
চলে গেলেন হিন্দি ছবির স্বর্ণযুগের অভিনেত্রী কুমকুম

হিন্দি ছবির স্বর্ণযুগের অভিনেত্রী কুমকুম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার বান্দ্রায় নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
টুইটারে বর্ষীয়ান এ অভিনেত্রীর মৃত্যুর খবর প্রথম জানান অভিনেতা নাভেদ জাফরি। এর পর বলিউডের অনেকেই শোক প্রকাশ করেন। কুমকুমের পারিবারিক নাম জেবুন্নেসা। বিহারের হুসাইনাবাদে তিনি ১৯৩৪ সালের ২২ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন হুসাইনাবাদের নবাব।
গুরু দত্ত ‘আর পার’ ছবিতে ‘কাভি আর কাভি পার’ গানটির দৃশ্যে প্রথম সুযোগ দেন কুমকুমকে। পরিচালকের ‘সিআইডি’ ছবির ‘ইয়ে হ্যায় বম্বে মেরি জান’ গানে জনি ওয়াকারের পাশে ছিলেন কুমকুম। নৃত্যশিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ‘কোহিনুর’ ছবির ‘মধুবন মে রাধিকা নাচে রে’ গানে।পরবর্তীকালে কিশোর কুমারের বিপরীতেও বেশ কিছু ছবি করেছেন। ‘মিস্টার এক্স ইন বম্বে’ ছবির জনপ্রিয় গান ‘মেরে মেহবুব কেয়ামত হোগি’-এর দৃশ্যায়নেও দেখা গেছে অভিনেত্রীকে।
মূলত নৃত্যশিল্পী থেকে ধীরে ধীরে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন কুমকুম। সন অব ইন্ডিয়া, উজালা, এক সাপেরা এক লুটেরা, আঁখে, গীত, ললকার, প্যায়াসা, মাদার ইন্ডিয়া, নয়া দৌড়-সহ ১১৫টিরও মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সাজ্জাদ আকবর খানকে বিয়ের পর কুমকুম ধীরে ধীরে নিজেকে রূপালি পর্দা থেকে গুটিয়ে নেন। ১৯৭৩ সালের পর তাকে আর পর্দায় দেখা যায়নি।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
সর্বশেষ