Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯, ৩০ জুলাই ২০২০
আপডেট: ১১:৫০, ৩০ জুলাই ২০২০

সমরজিৎ ও পুনমের গান আসছে আজ

ঈদ উপলক্ষে আজ প্রকাশিত হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় ও পুনম ঘোষের যুগল কন্ঠের গান "সত্যি ভালোবাসি"।

আজ রাত ৮.৩০ মিনিটে সমরজিৎ রায় এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি।

মিষ্টি প্রেমের এই গানটির কথা লিখেছেন মিজানুর রহমান সামি, সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিল্পী সমরজিৎ রায় নিজেই। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিং করেছেন জেকে মজলিশ এবং ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ।

শিল্পী সমরজিৎ বলেন, "পুনম বেশ ভালো গান করেন। আমার মনে হলো তাঁদের মতো প্রতিভাবান শিল্পীদের সবার সামনে তুলে ধরার দায়িত্ব আমরা যাঁরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি তাঁদের সবারই। সেই ধারাবাহিকতায় আমার এই উদ্যোগ। এর আগে কভার সং গাইলেও এটিই পুনমের প্রথম কোন মৌলিক গান হবে। তিনি গানটি বেশ ভালো ভাবে গাওয়ার চেষ্টা করেছেন। তাঁর জন্য অনেক শুভকামনা রইলো"।

গানটির রেকর্ডিং সম্পর্কে জানতে চাইলে সমরজিৎ বলেন, "করোনার প্রাদুর্ভাব থাকলেও শিল্পীদের অনেকেই ইতিমধ্যে টেলিভিশনের অনুষ্ঠান এবং রেকর্ডিংয়ের কাজ শুরু করেছেন স্টুডিওতে গিয়ে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে অনেকদিন ধরে গাওয়ার আমন্ত্রণ পাওয়ার পেয়ে আসলেও বাবা মার সুরক্ষার কথা মাথায় রেখে এখনো আমি বাইরে গিয়ে কাজ করার সাহস করতে পারছিনা। তাই বাড়িতে বসেই নিজের রেয়াজ, ফেসবুক লাইভ এবং রেকর্ডিং এর কাজ করছি। ভিডিও কনফারেন্সেই নির্দেশনা দিয়ে কোলকাতায় গানটির সঙ্গীতায়োজনের কাজ সম্পন্ন করেছি।

"সত্যি ভালোবাসি" একটি মিষ্টি প্রেমের গান। মিজানুর রহমান সামি বরাবরের মতোই অনেক সুন্দরভাবে গানের কথাগুলো লিখেছেন। আমার ধারার বাইরে গিয়ে মিষ্টি একটি সুর করার চেষ্টা করেছি। হোম স্টুডিও না থাকার কারণে করোনাকালে গাওয়া অন্য গানগুলোর মতো নতুন এই গানটির ভয়েস এবং ভিডিও মোবাইলেই ধারণ করেছি।

যেহেতু এখনো বাইরে যাচ্ছিনা তাই আমাদের বাড়ির পুকুর পাড় এবং আমার গানের ঘর "স্বপ্নতরী"তেই আমার গানের অংশের শুটিং করেছি যা ক্যামেরায় ধারণ করেছেন প্রসেনজিৎ চৌধুরী এবং অদ্বিতীয় কাব্য। পুনম তাঁর বাড়ির ছাদে তাঁর গানের অংশের দৃশ্য ধারণের কাজটি সেরেছেন। মুম্বাইয়ে আমারই প্রিয় শিষ্য সঙ্গীতশিল্পী প্রেম প্রকাশ কর্ণ গানটির ভিডিও সম্পাদনা করেছে। আমার দৃঢ় বিশ্বাস গানটি সবারই ভালো লাগবে।"

সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় ও পুনম ঘোষের "সত্যি ভালোবাসি" গানের লিংক : https://youtu.be/OHM6gHvPTd0 

আইনিউজ/এইচকে

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ