Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ৩ আগস্ট ২০২০
আপডেট: ১২:৫৩, ৩ আগস্ট ২০২০

সপরিবারে করোনাকে জয় করলেন অভিনেত্রী কোয়েল

করোনাভাইরাসকে জয় করলেন কোয়েল মল্লিক ও তার পরিবার। খবরটি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

গত ১০ জুলাই কোয়েল নিজে টুইট করে জানান, তিনি, বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল সিং কভিড-১৯-এ আক্রান্ত। চিকিৎসকের নির্দেশমতো তারা হোম কোয়রান্টিনেই ছিলেন।

এর পর রোববার(২ আগস্ট) টুইট করে কোয়েল জানান, তারা প্রত্যেকেই এখন করোনামুক্ত এবং সুস্থ আছেন।

শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে তিনি টুইট করেছেন, ‘‘প্রত্যেকের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো শব্দ নেই আমাদের কাছে। আমরা প্রত্যেকে সেরে উঠেছি। কভিড-১৯ টেস্ট রিপোর্টও নেগেটিভ এসেছে সবার।’’

এদিকে পশ্চিমবঙ্গের প্রবীণ সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী করোনায় আক্রান্ত হওয়ায় তার মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীও হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে তিনি করোনা টেস্ট করালে রিপোর্ট নেগেটিভ আসে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ