বিনোদন ডেস্ক
কেমন আছেন করোনা আক্রান্ত পপি?

দেড় সপ্তাহ আগে সাদিকা পারভীন পপির করোনা শনাক্ত হয়। প্রথম দিকে সমস্যা হলেও এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। নায়িকা নিজেই এই কথা জানিয়েছেন।
একাধিকবার জাতীয় পুরস্কার জেতা পপি জানান, শুরুর দিকে কাশি, জ্বর, শ্বাসকষ্ট থাকলেও বর্তমানে এসব কোনো উপসর্গ নেই।
সঙ্গে বললেন, ঈদের দিন থেকে শ্বাসকষ্ট অনুভব করছেন না। তবে শরীর দুর্বল ও মুখে রুচি নেই। এখনো কোনো কিছুর স্বাদ-গন্ধ পাচ্ছেন না। এ ছাড়া আর কোনো সমস্যা নেই।
এবার ঈদুল আজহার আনন্দ থেকে বঞ্চিত হলেন বলেও জানান তিনি। আইসোলেশনে থাকার কারণে কারো সঙ্গে দেখা করতে পারেননি।
মার্চে পরিবারের সঙ্গে খুলনার খালিশপুরের বাড়িতে যান পপি। এর পর করোনার কারণে সারা দেশে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন থেকে খুলনায় আছেন তিনি। এ নায়িকাকে একাধিকবার করোনা আক্রান্তদের মাঝে সুরক্ষা সামগ্রী ও ত্রাণ বিতরণ করতে দেখা যায়।
এর মাঝে ২২ জুলাই শোনা যায়, পপি করোনায় আক্রান্ত। এর পর থেকে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। পপি জানিয়েছেন, দিন কয়েকের মধ্যে আরও একবার করোনা টেস্ট করাবেন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ