Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ৯ আগস্ট ২০২০

বিয়ে করলেন বাহুবলীর বল্লালদেব

করোনাকালেই বিয়ে সারলেন বাহুবলীর খলনায়ক বল্লালদেব ওরফে রানা ডাগ্গুবতী। দীর্ঘদিনের প্রেমিকা মিহিকা বাজাজের সঙ্গে শনিবার রাতে মালাবদল করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, চলতি বছরের মে মাসেই মিহিকার সঙ্গে বাগদান সেরেছিলেন রানা। এবার বিয়ের অনুষ্ঠানও সেরে ফেললেন তারা।

হায়দরাবাদের রামানাইডু স্টুডিওতে আয়োজিত বিয়ের আসরে আমন্ত্রিত হন বাহুবলীর অন্যান্য তারকারাও। নাগা চৈতন্য থেকে রামচরণ, আল্লু অর্জুনসহ দক্ষিণী সুপারস্টারেরা হাজির হয়েছিলেন রানার বিয়েতে।

এদিন অফ হোয়াইট রঙের ধুতি-কুর্তায় সেজেছিলেন রানা। আর মিহিকা পরেছিলেন অনামিকা খান্নার ডিজাইন করা হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। সঙ্গে ছিল মানানসই গয়না, নাকে বড় নথ।

পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব মিলে মোট ৩০ জন উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ আসার পরেই অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি মিলে অতিথিদের।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ