Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ১০ আগস্ট ২০২০

মারা গেছেন সঙ্গীতশিল্পী ন্যানসির বাবা

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাবা নাঈমুল হক মারা গেছেন। নগরীর খিলক্ষেতে নিজ বাসায় আজ (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান ন্যানসি। তিনি বাবার আত্মার শান্তি কামনা করেন। বলেন, “আজ সকাল আনুমানিক সাড়ে নয় ঘটিকায় আমার বাবা মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‌“রাত থেকেই নাকি আব্বার শরীর খারাপ ছিল। বুকে ব্যথা ও কাশি ছিল। তবে আমরা গতকালকেও কিছু জানতাম না। সকালে বাবার মৃত্যুর খবরটা শুনলাম। শোনা মাত্র ঢাকায় রওনা হয়েছি। ছোট ভাই আমার সঙ্গে আছে। আর বড় জন ঢাকাতেই আছেন।”

নাঈমুল হক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ অর্থনিয়ন্ত্রক ছিলেন। চার বছর আগে অবসরে যান। এরপর থেকে ঢাকার বাসাতেই থাকতেন।

২০১৩ সালে ন্যানসির মা মারা যান। রাজধানীতে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকতেন নাঈমুল হক। নেত্রকোনায় মায়ের কবরের পাশে বাবাকে সমাহিত করার ইচ্ছা বলে জানান ন্যানসি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ