Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৬, ১১ আগস্ট ২০২০
আপডেট: ১৯:২২, ১১ আগস্ট ২০২০

পূজোর গানে হৈমন্তী শুক্লা, সমরজিৎ ও প্রিয়াংকা

হৈমন্তী শুক্লা, সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ

হৈমন্তী শুক্লা, সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ

আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। এই উপলক্ষে বিশ্বরঙ নিবেদিত "পূজোর গানে বাঁধবো প্রাণ" শিরোনামে পূজোর গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে মহাবিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন উপমহাদেশের প্রখ্যাত কিংবদন্তী সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা। সঙ্গে বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের দু'জন গুণী সঙ্গীতশিল্পী- সমরজিৎ রায় এবং প্রিয়াংকা গোপ।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী নিম্নরূপ:

  • প্রতিযোগিতায় বয়সের কোন নির্দিষ্ট সীমা নেই।

  • মায়ের গান, দুর্গোৎসব ভিত্তিক গান বা যে কোন প্রার্থনা সঙ্গীত গাওয়া যাবে।

  • গানটির স্থায়ী ও একটি অন্তরা তাল ঠিক রেখে শুধুমাত্র যে কোন একটি যন্ত্রের সহযোগিতায় গেয়ে ভিডিও করে পাঠাতে হবে আগামী ৩১ আগস্টের মধ্যেই। খেয়াল রাখতে হবে যেন কন্ঠ স্পষ্টভাবে শোনা যায়।

  • প্রতিযোগীর পুরো নাম, বয়স, জেলার নাম, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা অবশ্যই সঙ্গে উল্লেখ করে দিতে হবে।

  • ভিডিওটি নিম্নে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমেইল ঠিকানায় পাঠাতে হবে।

হোয়াটসঅ্যাপ নম্বর: +8801970952153, ইমেইল: [email protected]

প্রতিযোগিতা বিষয়ক সমস্ত তথ্যাদি এই ফেসবুক পেইজে পাওয়া যাবে : www.facebook.com/pujorgaan

আইনিউজ/এইচকে

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ