Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:২৩, ১২ আগস্ট ২০২০

নিক,প্রিয়াঙ্কার ঘরে এল নতুন অতিথি

নিক,প্রিয়াঙ্কার 'হ্যাপি ফ্যামিলি'র সদস্য সংখ্যা বাড়ল। বলিউড তারকাদের মধ্যে সুখী দম্পতির তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। বয়সের পার্থক্য থাকলেও ভালোবাসার কমতি নেই।

এবার নিজেদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে। নতুন সদস্যের নাম পান্ডা। বয়স মাত্র কয়েক দিন। নতুন এ সদস্যকে দত্তক নিয়েছেন প্রিয়াঙ্কা-নিক। এ সদস্য আর কেউ নয়, একটি ছোট্ট কুকুরছানা।

ইনস্টাগ্রাম পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, আমার নতুন ফ্যামিলি পোট্রেট! পরিবারে অনেক স্বাগত পান্ডা! আমরা এই ছোট্ট ছানাকে (উদ্ধার করা) দত্তক নিয়েছে কদিন আগেই। আমরা এখনও নিশ্চিত নই, তবে মনে হচ্ছে এটা হাসকি এবং অস্ট্রেলিয়ান শেপার্ডের মিস্ক।ওঁর চোখ আর কান দুটো দেখুন'।

চার থেকে পাঁচজন হলেন নিয়াঙ্কা। রবিবার প্রিয়াঙ্কা পরিচয় করিয়ে দিলেন তাঁর পরিবারের নতুন সদস্যের সঙ্গে। নিক,প্রিয়াঙ্কার পরিবারে আগে থেকেই রয়েছে জিনো এবং ডিয়ানা। এবার এই জুটি দত্তক নিল ‘পান্ডা’কে।

আইনিউজ/টিএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ