Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ১২ আগস্ট ২০২০

জ্যাকুলিনের জন্মদিনের উপহার ‘কিক টু’

মঙ্গলবার (১১ আগস্ট) ছিল জ্যাকুলিন ফার্নান্দেজের জন্মদিন। আর সেদিনই দুর্দান্ত এক উপহার পেলেন বলিউড নায়িকা।

হিন্দুস্তান টাইমসের দেওয়া তথ্যমতে, সালমান খানের বিপরীত ‘কিক টু’ সিনেমায় দেখা যাবে জ্যাকুলিনকে। এই জুটি বেশ কয়েক বছর আগে প্রথম কিস্তিতে অভিনয় করেন। সিনেমাটি বেশ জনপ্রিয় পেয়েছিল।

খবরটি ফাঁস করেন ছবির প্রযোজক-পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। তিনি টুইট বার্তায় অভিনেত্রীর ৩৫তম জন্মদিনে ঘোষণা করেন, “আজ ‘টু মাচ ফান’, কারণ আজ জ্যাকুলিনের জন্মদিন, অপেক্ষার অবসান, ‘কিক টু’র স্ক্রিপ্ট আজ ভোর চারটায় চূড়ান্ত হলো। সালমান খান ও জ্যাকুলিনকে একসঙ্গে দেখতে অপেক্ষার তর সইছে না।”

এ দিন ইনস্টাগ্রামে বার্তায় সালমান লেখেন, “শুভ জন্মদিন জ্যাকি… তোমার জীবনে আনন্দে ভরে উঠুক।”

২০১৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল সালমান-জ্যাকুলিন জুটির ছবি কিক। এর পর ‘রেস থ্রি’ সিনেমায় এ জুটিকে দেখা যায়। তবে ছবিটি ততটা লাভজনক হয়নি। কাহিনি ও নির্মাণ বেশ সমালোচনার মুখে পড়ে।

সম্প্রতি করোনা লকডাউনের পুরো সময়টাই সালমান খানের সঙ্গে তার পানভেলের ফার্মহাউসেই ছিলেন জ্যাকুলিন। ওই সময় নির্মিত ‘তেরে বিনা’ শিরোনামের মিউজিক ভিডিওতে তাদের রোমান্স করতে দেখা যায়। গানটিতে কণ্ঠ দেন সালমান।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ