Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ১২ আগস্ট ২০২০

পা পিছলে আহত নায়িকা পূজা চেরী

ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরী পা পিছলে বেশ আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে ওয়াশ রুমে পড়ে যান বলে জানান তার মা ঝরনা রায়।

নায়িকার মা ঝরনা রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পূজা বেশ আঘাত পেয়েছে। ওর মাথা ও কপালে কেটে গেছে। প্রায় দুই ঘণ্টা রক্তপাত হয়েছে। তবে খারাপ কিছু হয়নি। রক্ত পড়া বন্ধ হওয়ায় কোনো বিপদ নেই।’

করোনা পরিস্থিতির কারণে মধ্যরাতে তাকে হাসপাতলে নেয়া হয়নি বলে জানিয়েছেন নায়িকার মা। তবে চিকিৎসকের পরামর্শ নেয়া হয়েছে। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন পূজা।

শিশুশিল্পী হিসেবে পূজা বিজ্ঞাপন ও সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। নায়িকা হিসেবে অভিষেক হয় রায়হান রাফী ‘পোড়ামন টু’ সিনেমায়।

অভিনেত্রীর মুক্তি পাওয়া অন্য সিনেমা হলো প্রেম আমার টু ও দহন। মুক্তির অপেক্ষায় আছে জ্বীন, শান ও সাইকো। এ ছাড়া সম্প্রতি সরকারি অনুদানে নির্মিতব্য ‘হৃদিতা’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তার বিপরীতে আছেন এবিএম সুমন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ