Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ১২ আগস্ট ২০২০
আপডেট: ২০:৩৭, ১২ আগস্ট ২০২০

আবারও মা হতে চলেছেন কারিনা কাপুর

আবারও মা হতে চলেছেন কারিনা কাপুর। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বামী সাইফ আলি খান। টাইমস অব ইন্ডিয়া জানায়, বম্বে টাইমসকে সাক্ষাৎকারে সাইফ জানান যে তাদের ঘরে নতুন অতিথি আসতে যাচ্ছে।

ভারতীয় এই অভিনেতা বলেন, আমরা খুবই খুশি যে আমাদের পরিবার আরও একটু বড় হতে চলেছে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।

বেশ কিছুদিন ধরেই কারিনা ও সাইফের দ্বিতীয় সন্তান আসতে যাচ্ছে এমন খবর শোনা যাচ্ছিল বলিপাড়ায়। সম্প্রতি ছেলে তৈমুরকে নিয়ে এ তারকা দম্পতিকে মেরিন ড্রাইভে দেখা গিয়েছিল।তবে কারিনার ঢিলেঢালা পোশাকও নজর এড়ায়নি নেটিজেনদের। বেবি-বাম্পের জন্যই হয়তো ঢিলে পোশাক পরতে শুরু করেছেন কারিনা।

২০১৬ সালের ডিসেম্বরে প্রথম মা হন কারিনা। পুত্র তৈমুর আলি খান জন্মের পর থেকেই সেলিব্রিটি। কিছুদিন বিরতির পর কাজে যোগ দিয়েছিলেন করিনা। পরবর্তীতে তৈমুরকে বড় করে তোলার জন্য দীর্ঘ বিরতি নিয়েছিলেন অভিনেত্রী।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ