Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ১৩ আগস্ট ২০২০
আপডেট: ১৫:২০, ১৩ আগস্ট ২০২০

ডিজলাইকের রেকর্ড গড়ল ‘সড়ক ২’ এর ট্রেলার

অবশেষে প্রকাশ হলো মহেশ ভাট পরিচালিত ‘সড়ক ২’ ছবির ট্রেলার। বুধবার, ১২ আগস্ট ইউটিউবে এসেছে ট্রেলারটি। আর মুক্তি পেয়েই এটি ট্রলের শিকার হয়েছে।

ইউটিউবে মহেশ ভাট পরিচালিত এই ছবির ট্রেলারে লাইকের চেয়ে ডিজলাইক কয়েকগুণ বেশি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ইউটিউবের লাইক ও ডিজলাইকের পার্থক্য বেড়েই চলেছে। ট্রেলারটি এখন পর্যন্ত দেখেছেন ১ কোটি ৮২ লাখ দর্শক। সেখানে ৩ লাখ ১৩ হাজার দর্শক লাইক দিয়েছেন। তার বিপরীতে ডিজলাইক পড়েছে ৫৭ লাখ! যা একেবারেই অপ্রত্যাশিত। ছবিটি যে ফ্লপ হবে তারই আভাস পাওয়া গেল এখানে।

এ ব্যাপারে বিশ্লেষকরা মনে করছেন এটা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রভাব। তাদের মতে, সুশান্তের মৃত্যু এবং তারপর বলিউডে ওঠা নেপোটিজম ঝড়ের আঁচড় পড়েছে ‘সড়ক টু’ ছবির ট্রেলারে। মহেশ ভাটের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব কারণেই ছবির ট্রেলারে ডিজলাইক দিয়ে তারা মহেশকে ঘৃণা দেখাচ্ছেন।

দিল বেচারার ট্রেলার যেন বিশ্বের সবচেয়ে বেশি লাইক পাওয়া ফিল্মের ট্রেলার হয় তা নিশ্চিতের নিয়েছিল সুশান্তের ভক্তকুল। তেমনই সড়ক-টু যাতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ডিজলাইক পাওয়া চলচিত্রের ট্রেলার হয়-সেই প্রতিজ্ঞা করে তারা। সড়ক -২ এর ট্রেলার মুক্তির মাত্র ৬ ঘন্টার মধ্যে সেই প্রতিজ্ঞা পূরণও করলেন সুশান্ত ভক্তরা। 

ইউটিউব ইতিহাসের সবচেয়ে বেশি 'ডিজলাইক' পাওয়া ফিল্মের ট্রেলার হিসাবে গোস্টবাস্টার্সকে পিছনে ফেলেছে সড়ক-টু। এতদিন পর্যন্ত ১১ লাখ ডিজলাইকের সঙ্গে গোস্টবাস্টার্সের ট্রেলার ছিল- ইউটিউবের সবচেয়ে অপছন্দের ছবির ট্রেলার। এবার সেই রেকর্ড ভাঙ্গল সড়ক-২।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ