Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ১৪ আগস্ট ২০২০

প্রথমবারের মতো সেনা অফিসারের চরিত্রে ঈশান

১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যশোর সীমান্তবর্তী গ্রামে লড়াই করে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা। তারই প্রেক্ষাপটে সিনেমা নির্মিত হচ্ছে বলিউডে। সেই ছবিতে ভারতীয় সেনা অফিসার চরিত্রে থাকছেন ঈশান খাট্টার।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল ভারতীয় সেনা। এমনই এক সংগ্রামী অতীত গরিবপুরের যুদ্ধ। যা একাত্তরের যুদ্ধে ভারত-বাংলাদেশ যৌথবাহিনীর জয়ের ভিত গড়েছিল। প্রায় ভুলতে বসা সেই অতীতকেই সিনেমার পর্দা নিয়ে আসছেন দুই প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর ও রনি স্ক্রুওয়ালা।

সিনেমাটি পরিচালনা করবেন ‘এয়ারলিফট’-খ্যাত রাজা কৃষ্ণ মেনন। আর ভারতীয় সেনার ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করবেন ঈশান।

একাত্তরের ২১ নভেম্বর ৪৫ ক্যাভলরির ১৪ পিটি-৭৬ ট্যাংকের একটি স্কোয়াড্রনের সাহায্যে ১৪ পাঞ্জাব ব্যাটালিয়ন গরিবপুরের পাকিস্তানি দুর্গের ভেতর প্রবেশ করে। ১০৭ পাক পদাতিক ব্রিগেড তাৎক্ষণিকভাবে এই আক্রমণ প্রতিহত করে। কিন্তু বিরুদ্ধপক্ষের আগ্রাসী মনোভাবের সঙ্গে বেশিক্ষণ পাল্লা দিতে পারেনি পাকিস্তানি সৈন্যরা। কুয়াশার সাহায্য নিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই পাক বাহিনীর শিবির ধ্বংস করে দেওয়া হয়।

দুপুরের মধ্যে ১১টিরও বেশি ট্যাংক নিশ্চিহ্ন হয়ে যায়, ৩টি ট্যাংক আটক হয় এবং ৬টি পিটি-৭৬ ট্যাংক নিয়ে পাক বাহিনী পালিয়ে যায়। এই যুদ্ধেই ৪৫তম ক্যাভলরি ট্যাংকের স্কোয়াড্রন ছিলেন ব্রিগেডিয়ার বলরাম। ঐতিহাসিক এই চরিত্রে অভিনয় করতে পেরে খুশি ‘ধাড়াক’ অভিনেতা।

এই প্রথম কোনো সেনা অফিসারের চরিত্রে অভিনয় করবেন ঈশান। এর জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি, নিচ্ছেন প্রয়োজনীয় প্রশিক্ষণ।

গরিবপুরের যুদ্ধের অভিজ্ঞতা নিজের ‘বার্নিং চাফিস’ বইয়ে লিপিবদ্ধ করেছিলেন ব্রিগেডিয়ার বলরাম। সেই বইয়ের প্রেক্ষাপটেই চিত্রনাট্য সাজিয়েছেন রবীন্দ্র রানধাওয়া, তন্ময় মোহন এবং রাজা কৃষ্ণ মেনন। ছবির নাম রাখা হয়েছে ‘পিপ্পা’।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ