Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ১৬ আগস্ট ২০২০

ফ্ল্যাটের ইএমআই নিজেই দিতেন দাবি অঙ্কিতার

রিয়া চক্রবর্তীর পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র নজরে এবার সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডে।

ইডি দাবি করছে, ইডি-র এক অফিসারের দাবি, তারা সুশান্তের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বুঝতে পেরেছেন যে, অঙ্কিতার সাড়ে চার কোটি টাকার ফ্ল্যাটের বিপুল ইএমআই দিতেন সুশান্ত সিংহ রাজপুত।

তবে না মানতে নারাজ অঙ্কিতা। অঙ্কিতা আজ নিজের ব্যাংক আ্যাকাউন্টের তথ্য দিয়ে দাবি করেন, সুশান্ত কখনোই তার ফ্ল্যাটের ইএমআই দিতেন না। টাকা যেত তার অ্যাকাউন্ট থেকেই।

সুশান্তের বাবা কে কে সিংহ প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ এনে এফআইআর করেছিলেন। সেখানে কোথাও নাম ছিল না অঙ্কিতার।

কিন্তু গতকাল একটি বেসরকারি খবরের চ্যানেল ইডি-র এক অফিসারকে উদ্ধৃত করে জানায়, অঙ্কিতা লোখন্ডের মতো সুশান্তের অন্যান্য ঘনিষ্ঠ বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টও খতিয়ে দেখবে ইডি। কারণ হিসেবে সেই ইডি অফিসার বলেছিলেন, অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই যেত সুশান্তের অ্যাকাউন্ট থেকেই।

তার আরও দাবি, যে ফ্ল্যাটে অঙ্কিতা থাকেন, সেটির রেজিস্ট্রেশনও সুশান্তের নামেই করা। ইডি-র এই দাবি ‘ আদৌ সত্যি নয়’ মন্তব্য করে আজ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অঙ্কিতা।

সেখানে তিনি তার ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের দলিলের ও ব্যাংক স্টেটমেন্টের ছবি দিয়েছেন। ফ্ল্যাটটি যে তারই নামে এবং ইএমআইয়ের টাকা যে তার অ্যাকাউন্ট থেকেই যাচ্ছে, তা বোঝাতে কিছু কিছু জায়গা হাইলাইটও করে দিয়েছেন অঙ্কিতা।

ছবির সঙ্গে পোস্টে লিখেছেন, ‘আশা করি, এরপরে আমাকে ঘিরে অহেতুক জল্পনা হবে না।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ