Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ১৬ আগস্ট ২০২০

আমিরকে অভ্যর্থনা জানালেন তুরস্কের ফার্স্ট লেডি

করোনাভাইরাসের কারণে তুরস্কে অনেকটা অলস সময় পার করছেন আমির খান। সেখানে নিজের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র শুটিং করতে গিয়েছিলেন। এই সময়ে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের অতিথি হয়ে বেড়িয়ে আসলেন এই বলিউড সুপার স্টার।

ইস্তাম্বুলে প্রেসিডেন্ট প্রাসাদ হুবের ম্যানসনে শনিবার আমিরকে অভ্যর্থনা জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান। এ সময় তারা সামাজিক দায়বদ্ধতার নানা প্রকল্প, মানবিক সহায়তা কার্যক্রম, সাংস্কৃতিক বন্ধন, রসনা নিয়ে আলাপচারিতা করেন তারা।

আমির জানান, তার স্ত্রী কিছুদিনের জন্য তুরস্কে ছিল। ফলে দেশটির ব্যাপারে তার বেশ জানাশোনা। এ ছাড়া ভারত ও তুরস্কের পারিবারিক গঠন অনেকটা একই প্রকৃতির। এ সময় উভয় দেশের খাবার, সংস্কৃতি ও হস্তশিল্প নিয়েও আলোচনা করেন তারা।

মার্কিন লেখক উইনস্টোন গ্রুমের লেখা উপন্যাস ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে ১৯৯৪ সালে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক রবার্ট জেনাকিস। টম হ্যাঙ্কস অভিনীত এ ছবি সেরা ছবি, সেরা পরিচালনাসহ বেশ কয়েকটি অস্কার পায়। সেই অস্কারজয়ী 'ফরেস্ট গাম্প'-এর রিমেক তৈরি করছেন আমির খান।

আমির এর নাম দিয়েছেন 'লাল সিং চাড্ডা', সিনেমাটির বেশ কিছু শুটিং ধারণ হবে নিগদে, আদানা ও ইস্তাম্বুলের তুরস্কের বেশ কয়েকটি রাজ্যে। সিনেমার শুটিং সেটে তুর্কি ফার্স্ট লেডিকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ