বিনোদন ডেস্ক
ইফতেখার চৌধুরীর নতুন নায়িকা রাজ রীপা

বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী প্রথমবারের মতো করছেন চলচ্চিত্র প্রযোজনা। তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ থেকে নির্মিতব্য আগামী ছবি “মুক্তি”র নির্মাণকাজ ইতিমধ্যে শুরু হয়েছে, যা পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী নিজেই।
১৬ আগস্ট ২০২০ রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সীমিত আকারের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক পরিচালক ইফতেখার চৌধুরী ও ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা গুঞ্জন রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক পরিচালক ইফতেখার চৌধুরী ও ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা গুঞ্জন রহমান।
ইফতেখার চৌধুরীর এই “সিনেবাজ” প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রথমবারের মত নতুন নায়িকা নতুন ভাবে নবাগত ‘রাজ রিপা’কে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ‘মুক্তি’ সিনেমায় রাজ রিপাকে মুক্তির চরিত্রে দেখা যাবে। পরিচালক বলেন, ‘মুক্তি’সিনেমায় মুক্তি চরিত্রটির জন্য রাজ রিপা একদম পারফেক্ট। আমি কয়েকজন অভিনেত্রীর গুণ পরীক্ষা বাছাই করি। তার মধ্য থেকে রাজ রিপাকে আমার “মুক্তি” সিনেমার জন্য পরিপূর্ণ গুণী অভিনেত্রী মনে হয়েছে। আর তাই রাজ রিপাকেই “সিনেবাজ” প্রতিষ্ঠানের নায়িকা হিসেবে গ্রহণ করি। একজন অভিনেত্রীর মধ্যে যে সমস্ত গুণাবলি থাকা দরকার তা আমরা রাজ রিপার মধ্যে পেয়েছি।
মুক্তির চরিত্রটির কাহিনি সম্পর্কে পরিচালক বলেন, নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা, যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকেরা খুঁজে পাবেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে ছবির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, তবে তা করোনা পরিস্থিতির উন্নতি-সাপেক্ষে। অন্যথায় সীমিত আকারে অনুষ্ঠিত মহরত অনুষ্ঠানের খবর ভার্চুয়ালি ঘোষণা করা হবে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ