Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৩, ১৭ আগস্ট ২০২০

আজ ঢাকাই সিনেমার আম্মাজানের জন্মদিন

আজ (১৭ আগস্ট) বাংলাদেশ ও পাকিস্তানে সাড়া জাগানো নায়িকা শবনমের ৭৫তম জন্মদিন। ১৯৪৬ সালের এই দিনে ঢাকায় তার জন্ম।

করোনার কারণে নায়িকার জন্মদিনে থাকছে না বড় কোনো আয়োজন। তবে বিশেষ এই দিনের প্রথম প্রহর থেকে ভক্ত ও স্বজনদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন শবনম।

স্বর্ণযুগের এই নায়িকা বলেন, “এই বয়সে এসে জন্মদিন আনন্দের হয় না। তার ওপর করোনাকাল। দীর্ঘদিন ঘর থেকেই বের হই না। ইচ্ছা আছে একমাত্র ছেলে রনিকে সঙ্গে নিয়ে আজ বের হব, বাইরে কোথাও একসঙ্গে ডিনার করব।”

শবনম প্রকৃত নাম হচ্ছে ঝর্ণা বসাক। বাবা ননী বসাক ছিলেন একজন স্কাউট প্রশিক্ষক ও ফুটবল রেফারি। স্বনামধন্য সংগীত পরিচালক রবিন ঘোষকে শবনম বিয়ে করেন ১৯৬৪ সালের ২৪ ডিসেম্বর। তাদের সংসারে একমাত্র ছেলে রনি ঘোষ।

বাংলাদেশি চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটলেও স্বাধীনতা-উত্তর সময়টাতে উর্দু চলচ্চিত্রে পাকিস্তানের হয়ে তিনি অর্জন করেছিলেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। শুধু তাই নয় পাকিস্তানের সিনেমায় সম্ভাব্য সব পুরস্কার ও স্বীকৃতিও তিনি অর্জন করেছেন।

স্বাধীনতার পর তিনি নিয়মিত হন বাংলাদেশে। এখানেও বাজিমাত করেছেন সুপারহিট সব ছবিতে অভিনয় করে। তবে দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে কাজী হায়াত-মান্না জুটির ‘আম্মাজান’ ছবি দিয়ে নতুনভাবে প্রত্যাবর্তন হয় তার। সে ছবির পর থেকে সবার হৃদয়ে ‘আম্মাজান’ হিসেবে স্থান করে নেন তিনি।

১৯৬১ সালে বাংলা চলচ্চিত্র ‘হারানো দিন’র মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন শবনম। ১৯৬২ সালে উর্দু চলচ্চিত্র ‘চান্দা’ ছবির মাধ্যমে তৎকালীন সমগ্র পাকিস্তানে রাতারাতি তারকাখ্যাতি পান। এ দুটি ছবিই তৎকালীন পূর্ব-পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকা থেকে মুক্তি পেয়েছিল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ