বিনোদন ডেস্ক
আপডেট: ১৯:৫৪, ১৭ আগস্ট ২০২০
আমির খানের ওপর চটেছেন ভারতীয়রা!

ভারতের স্বাধীনতা দিবসের দিনে তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে রাষ্ট্রপতি ভবনে দেখা করেন বলিউড সুপারস্টার আমির খান। আর এই ঘটনায় চটেছেন অনেক ভারতীয়।
‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিংয়ের জন্য বর্তমানে তুরস্কে অবস্থান করছেন আমির খান। সেখানে তিনি ফার্স্ট লেডি এমিনির সঙ্গে দেখা করে নিজের অলাভজনক সংস্থা পানি ফাউন্ডেশন সম্পর্কে জানান।
এই সাক্ষাতের পরই ফার্স্ট লেডি তিনটি ছবি টুইট করে লেখেন, “বিশ্ব বিখ্যাত ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক আমির খানের সঙ্গে দেখা করে আমি আপ্লুত। জেনে খুব খুশি হলাম যে আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র বাকি অংশের শুটিং আমির তুরস্কের বিভিন্ন প্রান্তে করার সিদ্ধান্ত নিয়েছেন।”
এদিকে এই সাক্ষাৎকার নিয়ে চটেছেন ভারতীয় অনেকেই। এর কারণ হিসেবে জানা যায়, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করেছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শুধু তাই নয়। ‘কট্টরপন্থী বেশ কিছু ইসলামিক সংগঠন কাশ্মীর ও কেরালায় সক্রিয়’- অভিযোগ তাদের।
যার সঙ্গে তারা পাকিস্তানের যোগাযোগ দেখছে। এমন এক পরিস্থিতিতে আমিরের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির সাক্ষাত্ মোটেই ভালোভাবে নেয়নি অনেক ভারতীয়।
তাদের আরও অভিযোগ, ভারতের বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহুকে এড়িয়ে গেলেও তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন আমির খান।
নেতানিয়াহুর ভারত সফরে অনেক বলিউড তারকা দেখা করলেও সেই অনুষ্ঠানে যাননি আমির। বোঝা যাচ্ছে, সেই কথা ভুলতে পারেননি অনেকে।
হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘লাল সিং চাড্ডা’। অদ্বৈত চন্দনের পরিচালনায় এ সিনেমায় আমিরের নায়িকা কারিনা কাপুর খান।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ