Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ১৭ আগস্ট ২০২০

স্ত্রীসহ পরিচালক সোহানুর রহমানের করোনা জয়

স্ত্রীসহ করোনাকে জয় করেছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান। সোমবার (১৭ আগস্ট) সস্ত্রীক এ পরিচালকের করোনা জয় করার খবর পাওয়া গেছে। এদিন তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বরাতে জানা গেছে, করোনামুক্ত হলেও শারীরিকভাবে এখনো অসুস্থ এ গুণী নির্মাতা। এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

জানা গেছে, বিছানা থেকে উঠতে পারছেন না তিনি। মাথায়ও ব্যথা রয়েছে। ডাক্তারের পরামর্শ নিয়ে এখনো চিকিৎসা চলছে তার। আরো সাত দিন তাকে বেড রেস্টে থাকতে হবে।

গত ৭ আগস্ট রাতে এ দম্পতির করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তখন থেকে দুজনই নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। শিবলি সাদিকের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করা সোহানুর রহমান সোহান বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্র পরিচালকদের একজন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ