Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ১৮ আগস্ট ২০২০

করোনায় আক্রান্ত নির্মাতা রাজ চক্রবর্তী

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাংলা ছবির পরিচালক রাজ চক্রবর্তী। এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। পরিবারের বাকি সদস্যদেরও কোভিড পরীক্ষা করা হবে। রাজ চক্রবর্তী নিজেই টুইট করে এ তথ্য জানিয়েছেন।

রাজ চক্রবর্তী জানান, বর্তমানে তারা সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে তার পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষা হয়নি। শিগগিরই তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হবে। বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে।

এদিকে, রাজের স্ত্রী চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি অন্তঃসত্ত্বা। সেপ্টেম্বরেই তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। এই অবস্থায় তাদের বাড়িতে করোনা হানার খবরে চিন্তিত সবাই।

আইনিউজ/টিএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ