বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় পরিচালক নিশিকান্ত আর নেই

বলিউডে খারাপ খবরের তালিকা ধীরে ধীরে বড় হচ্ছে। যার মধ্যে একটি জনপ্রিয় অভিনেতা-পরিচালক নিশিকান্ত কামাতের মৃত্যু। সোমবার (১৭ আগস্ট) বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে নিশিকান্তের বয়স হয়েছিল ৫০ বছর।
এর আগে সোমবার সকালেই তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে চারদিকে। পরে জন আব্রাহাম ও রীতেশ দেশমুখ জানান যে নিশিকান্ত বেঁচে আছেন। কিন্তু বিকেল সাড়ে ৪টার দিকে গুজবকে সত্যি করে না ফেরার দেশে পাড়ি জমান এ নির্মাতা।
সংবাদ সংস্থা এএনআই–কে হায়দরাবাদের এআইজি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, লিভার সিরোসিসের সমস্যায় ভুগছিলেন নিশিকান্ত। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে।
২০০৫ সালে মারাঠি ছবি ‘ডম্বিভ্যালি ফাস্ট’ ছবির মাধ্যমে সাড়া ফেলেন নিশিকান্ত। এই ছবির জন্য সেরা ফিচার ছবি হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি। তারপরে মারাঠি ছবিতে একাধিক নতুন কাজ উপহার দিয়েছেন। বলিউডে ‘মুম্বাই মেরি জান’, ‘ রকি হ্যান্ডসম’, ‘দৃশ্যম’, ‘মাদারি’, ‘ফোর্স ‘ ছবি উপহার দিয়েছেন তিনি।
একাধিক ছবিতে অভিনয়ও করেছেন নিশিকান্ত কামাত। ‘ড্যাডি’, ‘জুলি ২’, ‘রকি হ্যান্ডসম’, ‘ভবেশ যোশী’ ছবিগুলো উল্লেখযোগ্য।
নতুন করে ওয়েব সিরিজেও হাত দিয়েছিলেন নিশিকান্ত। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগেই চলে গেলেন তিনি।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ