বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:২৫, ১৮ আগস্ট ২০২০
নীরবে প্রকাশ হলো নোবেলের নতুন গান

ভারতের রিয়্যালিটি শো সারেগামাপায় পরিচিতি পাওয়া মাঈনুল আহসান নোবেলের প্রথম সিঙ্গেল ‘তামাশা’র প্রচার নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। তাই এবার অনেকটা নীরবেই প্রকাশ হলো তার পরের গান।
১৩ আগস্ট প্রকাশ হয় ‘ও শ্রাবণ’ শিরোনামের গানটি। সুর করেছেন আমজাদ হোসেন। কথা লেখার পাশাপাশি সংগীতায়োজন করেছেন শুভে সপু। চমৎকার ভিডিও নির্মাণ করেছেন নাজমুল হাসান।
গায়কের ইউটিউব চ্যানেল ‘নোবেল ম্যান’-এ গানটি পাঁচদিনে ১ লাখ ৭৩ হাজারের বেশিবার দেখা হয়েছে। ২০ হাজার লাইকের বিপরীতে ডিজলাইক পেয়েছে ২.৪ হাজার।
এর আগের গান ‘তামাশা’ দেখা হয়েছে ২৮ লাখের বেশিবার। ৪৬ হাজার লাইকের বিপরীতে ডিজলাইক পায় ৪ লাখ ৮৭ হাজার।
চলাকালেই কলকাতার একটি সিনেমায় প্লেব্যাক করেন। এর পর দেশের জনপ্রিয় শিল্পীদের গান কাভার করেন। তার ইউটিউব চ্যানেলে রয়েছে সাড়ে ১৪ লাখের বেশি অনুসরণকারী।
প্রথম গান ‘তামাশা’ প্রচারের আগে নেতিবাচক প্রচারের আশ্রয় নেন নোবেল। বিশেষ করে দেশের ‘লিজেন্ড’দের নিয়ে মন্তব্য তাকে বিতর্কের মুখে ফেলে। এ ছাড়া আরও কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আপত্তি আসে। পরে তিনি দুঃখ প্রকাশ করেন। কিন্তু সেই সূত্রে ‘তামাশা’য় ডিজলাইকের বন্যা বইয়ে যায়। সে তুলনায় একদম নীরবেই প্রকাশ করলেন ‘ও শ্রাবণ’।
নোবেলের নতুন গানের লিংকঃ- ‘ও শ্রাবণ’
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ