Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ১৯ আগস্ট ২০২০

সুশান্তের মৃত্যু তদন্তের দায়িত্ব পেল সিবিআই

সুশান্ত সিং রাজপুতের ‘অপমৃত্যু’ মামলার তদন্তের দায়িত্ব ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই’কে দিয়েছে দেশটির শীর্ষ আদালত। মুম্বাই পুলিশ যেন তদন্ত প্রক্রিয়ায় সিবিআইকে সাহায্য করে, বুধবার সে বিষয়েও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে ভারতজুড়ে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে নানা ‍গুজব।

সুশান্তের মৃত্যুর বেশ পরে বিহারের রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং। সেখানে রিয়া চক্রবর্তীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। 

সুশান্তের পরিবারের দাবি, রিয়ার অর্থনৈতিক প্রতারণা সুশান্তকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

রিয়া পরে মামলাটি মুম্বাইয়ে পাঠানোর আবেদন করেন সুপ্রিম কোর্টে। কিন্তু বিহার পুলিশ রিয়ার আবেদনের বিরোধিতা করে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)-কে দায়িত্ব দেয়ার আহ্বান জানায়।

এনডিটিভি জানিয়েছে, সুপ্রিম কোর্টের এই নির্দেশনায় সন্তোষ প্রকাশ করেছেন বিহার পুলিশের মহাপরিচালক গুপ্তেশ্বর পান্ডে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ