Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪, ১৯ আগস্ট ২০২০

কাদের সিদ্দিকীর জীবনী নিয়ে আসছে সিনেমা

বড়পর্দায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর জীবনী নিয়ে আসছেন নির্মাতা মামুন খান। বিখ্যাত এই রাজনীতিকের অনুমতি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে পাণ্ডুলিপির কাজ।

সংবাদমাধ্যমকে ছোটপর্দার এ নির্মাতা বলেন, “মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভূমিকা অনস্বীকার্য। আমাদের দেশের জন্য তার অবদানগুলোও উঠে আসবে সেলুলয়েড পর্দায়।

ইতোমধ্যে কাদের সিদ্দিকীর কাছ থেকে অনুমতি নিয়েই পাণ্ডুলিপির কাজ শুরু করেছি। করোনার কারণে কাজগুলো ধীর গতিতে এগোচ্ছে। আশা করছি, দ্রুত আমরা শুটিংয়ে যেতে পারব।”

সঙ্গে জানান, শিগগিরই ছবির নাম ও অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ হবে। ছবিটি প্রযোজনা করছে ড্রিম মেকার ক্রিয়েটিভ স্টেশন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ