Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ২০ আগস্ট ২০২০

আজ পূজা-তাসকিনের জন্মদিন

করোনা না থাকলে এ বছরের ঈদুল ফিতরেই মুক্তি পেতো ‘শান’। সেই ছবিতে একসঙ্গে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরি ও তাসকিন রহমান। তবে ভক্তরা একসঙ্গে শুভেচ্ছা জানানোর সুযোগ পেলেন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) এই তারকার দুই তারকার জন্মদিন। দুজনেই পারিবারিক আবহে দিনটি কাটাচ্ছেন। 

এর মধ্যে পূজা ‍উদযাপনের কিছু মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করেছেন তাসকিনের সঙ্গে তোলা ছবি, জানালেন জন্মদিনের শুভেচ্ছা।

অন্যদিকে তাসকিন বিশেষ এ দিনে একদম চুপচাপ। তবে তাদের ভক্তরা বসে নেই। সিনেমা বিষয়ক নানা পেজে উঠে এসেছে পূজা আর তাসকিনের কথা।

কয়েক দিন আগে ওয়াশ রুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান পূজা। বর্তমানে তিনি ভালোই আছেন। নায়িকার হাতে থাকা ছবির মধ্যে আছে জ্বীন, সাইকো ও হৃদিতা।

অন্যদিকে আধা ডজন সিনেমা আছে তাসকিনের হাতে। এর মধ্যে উল্লেখযোগ্য মিশন এক্সট্রিম, মৃত্যুপুরী, অপারেশন সুন্দরবন ও আগস্ট ১৯৭৫।

আইনিউজ/এসডিপি
Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ