বিনোদন ডেস্ক
করোনার কাছে হার মানলেন দিলীপ কুমারের ছোট ভাই

বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমারের ছোট ভাই আসলাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) ভোরে মুম্বাইয়ের হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
গত ১৬ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপের দুই ভাই এহসান খান ও আসলাম খান। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল। এর মধ্যে কভিড যুদ্ধে হার মানলেন ছোট ভাই।
হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আসলামের ডায়াবেটিস, হাইপারটেনশন ও হার্টের সমস্যা ছিল।
দিলীপ কুমারের দুই ভাইয়ের চিকিত্সার দায়িত্বে থাকা ডাক্তার আগেই জানিয়েছিলেন, “বয়স ও কো-মর্বিটিজ থাকায় তাদের দুজনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।”
দুই দেবরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়ে ওই সময় অভিনেত্রী সায়রা বানু বলেন, “জলিল পারকার ও কার্ডিওলজিস্ট নিতিন গোখেল তাদের চিকিত্সা করছেন। আল্লাহর রহমতে তারা ভালো হয়ে উঠুক, এই প্রার্থনা করুন।”
এহসান ও আসলাম ভর্তির পর থেকেই হাসপাতালের ভেন্টিলেটরে ছিলেন। তাদের বয়স যথাক্রমে ৯০ ও ৮৮ বছর।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ