Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ২১ আগস্ট ২০২০

করোনার কাছে হার মানলেন দিলীপ কুমারের ছোট ভাই

বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমারের ছোট ভাই আসলাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) ভোরে মুম্বাইয়ের হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

গত ১৬ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপের দুই ভাই এহসান খান ও আসলাম খান। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল। এর মধ্যে কভিড যুদ্ধে হার মানলেন ছোট ভাই।

হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আসলামের ডায়াবেটিস, হাইপারটেনশন ও হার্টের সমস্যা ছিল।

দিলীপ কুমারের দুই ভাইয়ের চিকিত্‍‌সার দায়িত্বে থাকা ডাক্তার আগেই জানিয়েছিলেন, “বয়স ও কো-মর্বিটিজ থাকায় তাদের দুজনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।”

দুই দেবরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়ে ওই সময় অভিনেত্রী সায়রা বানু বলেন, “জলিল পারকার ও কার্ডিওলজিস্ট নিতিন গোখেল তাদের চিকিত্‍সা করছেন। আল্লাহর রহমতে তারা ভালো হয়ে উঠুক, এই প্রার্থনা করুন।”

এহসান ও আসলাম ভর্তির পর থেকেই হাসপাতালের ভেন্টিলেটরে ছিলেন। তাদের বয়স যথাক্রমে ৯০ ও ৮৮ বছর।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ