বিনোদন ডেস্ক
বাংলা সিরিয়ালে রোগী বাঁচাতে ‘বাথরুম স্ক্রাবার’!

করোনাকালে বাংলা সিরিয়ালের হাস্যকর দৃশ্যায়নের বাধ ভেঙ্গেছে। সম্প্রতি ‘কৃষ্ণকলি’ নামের একটি সিরিয়ালে ডাক্তারি বিদ্যার ‘নতুন সংযোজন’ দেখা গেল।
সিরিয়ালটির ৭০৪ নম্বর পর্বের একটি দৃশ্যের স্ক্রিন শট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে চিকিৎসক নায়ক নিখিলের ভাই অরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে বাঁচাতে শক দেওয়ার জন্য চিকিৎসক আসল যন্ত্রের বদলে ব্যবহার করছেন ফ্লোর স্ক্রাবার!
আর এমনভাবে স্ক্রাবার দুটি ব্যবহার করা হয়েছে তা সহজেই দর্শকদের নজরে পড়েছে। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে মিমের বন্যা। হাসিতে মাতছেন নেটিজেনরা।
বাস্তবে মরণাপন্ন রোগীকে বাঁচাতে চিকিৎসকেরা অনেক সময় শকের ব্যবহার করে থাকেন। যাতে ফের হৃদযন্ত্র সচল হয়। কিন্তু যে যন্ত্রের মাধ্যমে শক দেওয়া হয়, তার বদলেই এই সিরিয়ালে ব্যবহার করা হয়েছে একজোড়া ফ্লোর স্ক্রাবার।
প্রোমোতে দেখা যাচ্ছে, চিকিৎসক বলছেন, ‘আমি জানি না, উনি বাঁচবেন কি না, তবে আমরা সবরকম চেষ্টা করব।’ তারপরই শক দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে স্ক্রাবার।
স্ক্রাবারের বর্ণনায় অ্যামাজনে লেখা আছে, এটি বাথরুমের ফ্লোর ক্লিনিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।
ভারতের বিমানবাহিনীর একজন কর্মকর্তা ভাইরাল স্ক্রিনশট শেয়ার করে টুইটারে লিখেছেন, ‘এটাই বাংলা সিরিয়াল।’
সৃষ্টি বসু নামের আরেকজন লিখেছেন, ‘মহামারীর সময় পরিচালকদের মাথা খারাপ হয়ে গেছে!’
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ