Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ২১ আগস্ট ২০২০

‘আদিপুরুষ’ সিনেমায় প্রভাসের নায়িকা কীর্তি

'বাহুবলী' খ্যাত প্রভাস এবার আসছেন পুরাণের জনপ্রিয় চরিত্র রাম হয়ে। প্রায় ৪০০ কোটি টাকার বাজেটে নির্মিত হবে ‘আদিপুরুষ’ নামের সিনেমা।

গত ১৮ আগস্ট ইনস্টাগ্রামে এ অভিনেতা নিজেই জানিয়ে দেন এ খবর। প্রভাসের অভিনয়জীবনের ২২তম ছবি হতে যাচ্ছে ‘আদিপুরুষ’। তবে তার বিপরীতে কাকে দেখা যাবে তা নিয়ে কিছু জানান নি তখন।

অন্যদিকে ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, প্রভাসের নায়িকা হিসেবে অভিনয় করবেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবির পরিচালক ওম রাউত দিন কয়েক আগেই মোবাইলে কীর্তিকে এ ছবির প্রস্তাব দিয়েছেন। সীতা চরিত্রের কথা শুনে নায়িকা অভিনয় করতে সম্মতিও দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে কীর্তির নাম।

আরও জানা গেছে, পুরোপুরি থ্রিডিতে শুটিং করা হবে এই ছবি। হিন্দি, তামিল, তেলেগুসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি দেয়া হবে ‘আদিপুরুষ’।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ