বিনোদন ডেস্ক
এবার আসছে সালমান-ক্যাটরিনার ‘টাইগার থ্রি’

‘এক থা টাইগার’ ছবি দিয়ে দর্শক মাতিয়েছিলেন সালমান-ক্যাটরিনা জুটি। সেই সাফল্যের পর তাদের নিয়ে নির্মিত হয়েছিলো ‘টাইগার জিন্দা হ্যায়’। সেই ছবিও বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিলো। এবার আসতে চলেছে টাইগার সিরিজের তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’।
এই কিস্তিতেও বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। আর ছবিটি তৈরি হবে যথারীতি যশরাজ ফিল্মসের ব্যানারে। নতুন করে এ কিস্তি পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে মণীশ শর্মাকে।
বলিউড হাঙ্গামা এমন খবরই জানিয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর বলিউডের প্রখ্যাত প্রযোজক ও পরিচালক যশ চোপড়ার ৮৮তম জন্মদিন এবং প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে এই অফিশিয়ালি ছবিটির ঘোষণা দেয়া হবে। সেদিন আরও বেশ কিছু বিগ বাজেটের সিনেমার ঘোষণা আসবে।
বলিউড হাঙ্গামা বলছে, বাবার জন্মদিন ও প্রতিষ্ঠানের বিশেষ দিন উপলক্ষে বেশকিছু বড় ঘোষণা নিয়ে হাজির হবেন আদিত্য চোপড়া। ১৯৭০ সালে যাত্রা করা যশরাজ ফিল্মসের ৫০তম বছরে ‘টাইগার থ্রি’ দিয়ে ৫০তম ছবি হিসেবে নাম ঘোষণা করা ‘টাইগার থ্রি’র। ছবির ফাস্ট লুকও প্রকাশ পেতে পারে সেদিন।
প্রসঙ্গত, ২০১২ সালে আলি আব্বাস জাফর ও কবির খান যৌথভাবে নির্মাণ করেন ‘এক থা টাইগার। ২০১৭ সালের ‘টাইগার জিন্দাহ হ্যায়’ মুক্তি পায় আলি আব্বাস জাফরের একক পরিচালনায়। দারুণ ব্যবসা সফল ২ সিনেমার পর ‘টাইগার থ্রি’ দিয়ে আবারো আরও একটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার অপেক্ষায় যশরাজ ফিল্মস।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ