Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ২৩ আগস্ট ২০২০

রেস্তোরাঁ ব্যবসায় নামলেন অভিনেতা মোশাররফ করিম

রেস্তোরাঁ ব্যবসায় অনেক মিডিয়া ব্যক্তিত্ব নাম লিখেয়েছেন। নায়ক রিয়াজ থেকে সংগীতশিল্পী হৃদয় খান- এমন অনেক তারকাই এই তালিকায় যুক্ত করেছেন নিজেদের।

এবার সেই তালিকায় যুক্ত হলেন দেশের অন্যতম টিভি অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে উদ্বোধন করা হয় ‘এক কাপ চা’ নামের এই রেস্তোরাঁটি।

করোনাভাইরাসের কারণে তেমন আয়োজন ছিলো না উদ্বোধনী অনুষ্ঠানে। সীমিত পরিসরে কেক কেটে ‘এক কাপ চা’-এর উদ্বোধন করেন মোশাররফ করিম ও জুঁই করিম দম্পতি। এসময় আরও উপস্থিতি ছিলেন অভিনেতা শামীম জামান, নির্মাতা আবু হায়াত মাহমুদ, মারুফ মিঠু প্রমুখ।

মোশাররফ করিম বলেন, ‘রেস্তোরাঁ দেয়ার ইচ্ছে অনেক আগে থেকেই ছিলো। কিন্তু করোনাকাল সেটি পিছিয়ে দিলো। আমি কথা দিচ্ছি, এখানে খাবারের মান থাকছে খুবই স্বাস্থ্যসম্মত।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ