Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ২৩ আগস্ট ২০২০

ট্রিজারেই ঝড় তুললো নতুন ব্যাটম্যান

অবশেষে ডিসি ইউনির্ভাসের সুপারহিরো ব্যাটম্যান হিসেবে আত্মপ্রকাশ করলেন রবার্ট প্যাটিনসন। ‘টোয়ালাইট’ খ্যাত রবার্ট প্যাটিনসন ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করতে চলেছেন, গত বছর মে মাসে এই খবর প্রকাশ্যে আসে। 

ব্যাটম্যানের ভূমিকায় কতখানি মানাবে প্যাটিনসনকে? এ নিয়ে তৈরি হয় নানা জল্পনা কল্পনা। তবে সব জল্পনার অবসান হল রোববার। প্রকাশ পায় ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান-ডিসি ফ্যানডম’ এর প্রথম ঝলক। 

হিন্দুস্তান টাইমস জানায়, কথা মতোই প্রযোজক সংস্থা ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে ডিসি ফ্যানডম ইভেন্টে মুক্তি দেওয়া হলো এই ছবির টিজার।

সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরুর কথা থাকলেও, করোনার কারণে সেটি সম্ভব হয়ে উঠছে না। তবে ২০২১ সালের অক্টোবরে মুক্তির লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে গোটা টিম।

মূলত টানটান অ্যাকশন দৃশ্যে ভরপুর এই টিজারে ব্যাটম্যান রূপী রবার্ট প্যাটিনসনের এন্ট্রি ভক্তদের মধ্যে দারুণ সারা ফেলেছে। বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে ওয়ার্নার ব্রস তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ২ মিনিট ৪০ সেকেন্ডের টিজারটি প্রকাশ করে। 

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে টিজারটি দেখেছেন ৬২ লাখেরও বেশি দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়ে পড়ে এটি।

প্যাটিনসনের কণ্ঠ ক্রিশ্চিয়ান বেলের মতো কর্কশও নয় আবার বেন অ্যাফ্লেকের মতো যান্ত্রিকও নয় যা ইতিমধ্যেই ভক্ত মহলে উন্মাদনা সৃষ্টি করেছে। 

সিনেমায় ভিলেনের চরিত্রে দেখা যাবে পল ড্যানোকে। এ ছাড়াও জো ক্রাভিৎজ থাকছেন ক্যাট ওম্যানের ভূমিকায় এবং সম্পূর্ণ অপরিচিত আইরিশ অভিনেতা কলিং ফ্যারেলকে দেখা যাবে পেঙ্গুইনের চরিত্রে । 

এছাড়াও দেখা যাবে জন টারটারো, পিটার সারসগার্ড, জেমি লাউসন এবং অ্যান্ডি সার্কিস এর মতো তারকা অভিনেতাদের।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ