Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ২৪ আগস্ট ২০২০

রাস্তায় পড়ে থাকা অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে নিলেন মিমি

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অসুস্থ বৃদ্ধের কথা জানতে পেরে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলেন কলকাতার সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।

জি নিউজ জানায়, শনিবার কলকাতার শেক্সপিয়ার সরণিতে এক অসুস্থ বৃদ্ধকে বেঞ্চের ওপর পড়ে থাকতে দেখেন আরাধনা চট্টোপাধ্যায় ও জয়দীপ সেন। তারা দেখেন বৃদ্ধের পায়ে গ্যাংগ্রিন হয়েছে। পায়ে সংক্রমণ এতটাই বেশি যে উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না।

বৃদ্ধকে আরাধনা ও জয়দীপ খাবার দেন। তারা বুঝতে পারেন, অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। সঙ্গে সঙ্গেই বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেন দুজন।

কিন্তু কভিড-১৯ পরিস্থিতির কারণে কোনো চিকিৎসকই বৃদ্ধকে সাহায্য করার জন্য সেখানে যাননি। অগত্যা কোনো উপায় না দেখতে পেয়ে সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টি পোস্ট করেন আরাধনা ও জয়দীপ।

সেই পোস্ট চোখে পড়তেই বৃদ্ধকে সাহায্যের জন্য এগিয়ে আসেন মিমি চক্রবর্তী। কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই অসুস্থ বৃদ্ধকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। শুধু ভর্তি করাই নয়, পাশাপাশি নিয়মিত খোঁজও নিচ্ছেন। আর পুরো ঘটনা ফেইসবুকে পোস্ট করেছেন আরাধনা ও জয়দীপ।

মাঝে করোনা লকডাউনের কারণে অনেক দিন ক্যামেরা থেকে দূরে ছিলেন মিমি। এর পর রবীন্দ্র সংগীতের ভিডিও দিয়ে কাজে ফেরেন। বর্তমান যশ ও নুসরাতের সঙ্গে ‘এসওএস কলকাতা’ নামের একটি ছবি করছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ