বিনোদন ডেস্ক
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে নিলেন মিমি

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অসুস্থ বৃদ্ধের কথা জানতে পেরে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলেন কলকাতার সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।
জি নিউজ জানায়, শনিবার কলকাতার শেক্সপিয়ার সরণিতে এক অসুস্থ বৃদ্ধকে বেঞ্চের ওপর পড়ে থাকতে দেখেন আরাধনা চট্টোপাধ্যায় ও জয়দীপ সেন। তারা দেখেন বৃদ্ধের পায়ে গ্যাংগ্রিন হয়েছে। পায়ে সংক্রমণ এতটাই বেশি যে উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না।
বৃদ্ধকে আরাধনা ও জয়দীপ খাবার দেন। তারা বুঝতে পারেন, অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। সঙ্গে সঙ্গেই বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেন দুজন।
কিন্তু কভিড-১৯ পরিস্থিতির কারণে কোনো চিকিৎসকই বৃদ্ধকে সাহায্য করার জন্য সেখানে যাননি। অগত্যা কোনো উপায় না দেখতে পেয়ে সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টি পোস্ট করেন আরাধনা ও জয়দীপ।
সেই পোস্ট চোখে পড়তেই বৃদ্ধকে সাহায্যের জন্য এগিয়ে আসেন মিমি চক্রবর্তী। কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই অসুস্থ বৃদ্ধকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। শুধু ভর্তি করাই নয়, পাশাপাশি নিয়মিত খোঁজও নিচ্ছেন। আর পুরো ঘটনা ফেইসবুকে পোস্ট করেছেন আরাধনা ও জয়দীপ।
মাঝে করোনা লকডাউনের কারণে অনেক দিন ক্যামেরা থেকে দূরে ছিলেন মিমি। এর পর রবীন্দ্র সংগীতের ভিডিও দিয়ে কাজে ফেরেন। বর্তমান যশ ও নুসরাতের সঙ্গে ‘এসওএস কলকাতা’ নামের একটি ছবি করছেন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ