বিনোদন ডেস্ক
যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার যোগ্য নন ট্রাম্প: শাকিরা

২০১০ সালের আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের থিম সং ছিলো ‘ওয়াকা ওয়াকা’। সেই গান দিয়ে দুনিয়া মাতোনো শিল্পীর নাম শাকিরা। সম্প্রতি কলম্বিয়ার এই সংগীতশিল্পী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে সক্রিয় হয়েছেন।
এক টুইটে তিনি যুক্তরাষ্ট্রের মানুষকে যোগ্য নেতৃত্ব বেছে নেয়ার পরামর্শ দিয়েছেন। সেজন্য বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দেয়ার আহ্বান করেছেন।
সম্প্রতি এক টুইটে তিনি ভোট নিবন্ধন করার একটি লিংক টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করেছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি নন। দয়া ও সহানুভূতির বিজয়ের এখনই সময়। আশা করছি সব বয়সের লোকেরা সঠিক নেতৃত্ব বেছে নিতে তাদের দায়িত্ব পালন করবে।’
সেই টুইটে আরেক বার্তায় তিনি লিখেছেন, ‘ভোট নিবন্ধন করুন। মাস্ক পড়ে ভোটকেন্দ্রে যান অথবা ব্যালট প্যাপার সংগ্রহ করুন। এবং আমরা যে দয়া ও সহানুভূতি চাই তার পক্ষে উদাহরণ তৈরি করুন।’ তার এই টুইট বেশ সাড়া ফেলেছে।
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সেদিন আমেরিকার ভোটাররা
নির্ধারণ করবেন ডোনাল্ড ট্রাম্পকে তারা আরো চার বছরের জন্য হোয়াইট হাউজে দেখতে চান কিনা। নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ জানাবেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন, যিনি বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনেক বেশি পরিচিত, যদিও তিনি গত শতাব্দীর ৭০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ