Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ২৬ আগস্ট ২০২০

শুভ জন্মদিন আশফাক নিপুণ

দেশের অন্যতম মেধাবী নির্মাতা আশফাক নিপুণ। আজ (২৬ আগস্ট) এই মেধাবী নির্মাতার জন্মদিন। নাট্যকারে সোশ্যাল মিডিয়া পেজে দেখা গেল স্বজন-ভক্ত-বন্ধুদের শুভেচ্ছায় ভাসছেন।

পরিবারের সঙ্গেই প্রথম প্রহরে জন্মদিনের কেক কেটেছেন। ওই মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন নিপুণের স্ত্রী খ্যাতিমান গায়িকা ও সাংবাদিক এলিটা করিম।

সর্বশেষ ঈদুল আজহার সবচেয়ে প্রশংসিত দুটি নাটকের পরিচালক তিনি। ভিকটিম ও ইতি মা ছাড়াও তার ঝুলিতে রয়েছে দ্বন্দ্ব সমাস, ফেরার পথ নেই, সোনালি ডানার চিল ও এই শহরেসহ অসংখ্য জনপ্রিয় নাটক।

মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হয়ে টেলিভিশন নাটকে আসেন আশফাক নিপুণ। শুধু ক্যামেরার পেছনে নয়, অভিনয়েও দেখা গেছে তাকে।

তার প্রথম নাটক ছিল ‘মা-য়া’। এর পর করেন ‘টু ইন ওয়ান’। তবে আলোচনায় আসেন তাহসান-মিথিলাকে নিয়ে ‘মধুরেনু সমাপয়েৎ’ নির্মাণ করে।

অন্য নাটকের মধ্যে আছে ল্যান্ডফোনের দিনগুলিতে প্রেম, সে এবং সে, সুখের ছাড়পত্র, অবাক ভালোবাসায়, খুঁটিনাটি খুনসুটি, ডাকাতিয়া বাঁশি, মুকিম ব্রাদার্স, কমলা রাঙা রোদ, ছেলেটা কিন্তু ভালো ছিল, কানামাছি ভোঁ ভোঁ,  লায়লা তুমি কি আমাকে মিস করো, চাকা, রেইনবো, মিস শিউলি প্রভৃতি।

শুরুতে রোমান্টিক-কমেডিধর্মী নাটক করলেও আস্তে আস্তে নানান ধরনের সামাজিক গল্পে দেখা দেন আশফাক নিপুণ। যা কোনো কোনো ক্ষেত্রে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিচারে বেশ সাহসী কাজ। প্রচলিত জনপ্রিয় নাটকের ফর্মুলাকে এড়িয়ে গেছেন নানা সময়ে। সব মিলিয়ে আশফাক নিপুণ এখন নিজেই একটি ব্র্যান্ড।

গত বছর ‘গোল্লা’ নামের একটি সিনেমার ঘোষণা দেন আশফাক নিপুণ, চলতি বছর কাজ শুরুর কথা ছিল। তবে করোনা পরিস্থিতিতে যে প্রজেক্ট আপাতত স্থগিত। সামনের বছর সিনেমা নিয়ে মাঠে নামবেন— এমনটাই জানালেন।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ