Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ২৬ আগস্ট ২০২০

মাইলসের ৪ সদস্যের বিরুদ্ধে গানের কপিরাইট চুরির অভিযোগ

ফাইল ছবি

ফাইল ছবি

গানের কপিরাইট চুরির অভিযোগ উঠেছে দেশের শীর্ষ ব্যান্ডদল মাইলসের চার সদস্যের বিরুদ্ধে। তারা হলেন হামিন আহমেদ, শাফিন আহমেদ, মানাম আহমেদ ও মুস্তফা আসিফ ইকবাল। 

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের কপিরাইট অফিসে লিখিত অভিযোগ করে গীতিকার রনিম বলেছেন, মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে তার লেখা চারটি গান নিজেদের নামে কপিরাইট স্বত্ব নিয়েছেন মাইলসের এই ৪ সদস্য।

তবে অভিযোগ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন মাইলসের অন্যতম সদস্য শাফিন আহমেদ।

অন্যদিকে কপিরাইট অফিস বলছে, উভয় পক্ষকে ডেকে শুনানির মাধ্যমে ন্যায্য কপিরাইট স্বত্ব বুঝিয়ে দেওয়া হবে।

২০০৬ সালে প্রযোজনা প্রতিষ্ঠান ‘সংগীতা’ থেকে প্রকাশ পায় মাইলস ব্যান্ডের গানের অ্যালবাম ‘প্রতিধ্বনি’। রনিমের অভিযোগ, এই অ্যালবামে ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’, ‘কেঁপে ওঠে মন’, ‘সাত দিনের তুমি’ ও ‘মন চায়’ শিরোনামে চারটি গান লিখেছেন তিনি। অ্যালবামটির কাভারেও গীতিকার হিসেবে তার নাম লেখা রয়েছে। কিন্তু কপিরাইট অফিসে মিথ্যা তথ্য দিয়ে পুরো অ্যালবামটির কপিরাইট স্বত্ব নিয়েছেন মাইলস ব্যান্ডের চার সদস্য। গীতিকার হিসেবে কপিরাইট স্বত্ব থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। 

কপিরাইট অফিসে দেওয়া লিখিত অভিযোগে রনিম লিখেছেন, মাইলস ব্যান্ডের ‘প্রতিধ্বনি’ অ্যালবামে প্রকাশিত আমার লেখা চারটি গানের কপিরাইট রেজিস্ট্রেশনে গীতিকার হিসেবে আমার নাম উল্লেখ না করে মাইলসের চার সদস্য নিজেদের নামে গীতিকার হিসেবে অবৈধভাবে কপিরাইট করে নিয়েছেন। যা কপিরাইট আইনের পরিপন্থী।

কপিরাইট অফিসের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রায়হানুল হারুন  বলেন, গীতিকার হিসেবে কপিরাইট স্বত্ব ফিরে পেতে রনিম আমাদের কাছে লিখিত অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা উভয় পক্ষকে ডেকে শুনানির আয়োজন করব। রনিম আমাদের কাছে অ্যালবামের কাভারের ছবিসহ বেশ কিছু তথ্যপ্রমাণ জমা দিয়েছেন। আশা করি শিগগিরই বিষয়টির সুরাহা হবে।

সম্প্রতি গানগুলোর প্রচার স্বত্ব বিভিন্ন মোবাইল কোম্পানির কাছে বিক্রি করেছে মাইলস। ভারতের একাধিক কোম্পানির কাছেও বিক্রি করা হয়েছে গানগুলো, যেখানে গীতিকার হিসেবে প্রাপ্য রয়্যালটি পাননি বলে জানিয়েছেন রনিম। 

রনিম বলেন, উনাদের মতো এত বড় তারকা এরকম চুরি করবেন, ভাবতেই পারিনি। অ্যালবামের চারটি গান আমার লেখা। এর যথেষ্ট প্রমাণও আমার কাছে রয়েছে। অ্যালবামের কাভারেও আমার নাম রয়েছে।

এদিকে মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য শাফিন আহমেদ জানান, আমি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করব না। আমরা যা করেছি, সঠিক প্রক্রিয়া মেনেই করেছি। ফলে এ বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাই না।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ