Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ২৬ আগস্ট ২০২০

সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ আফগান অভিনেত্রী সাবা

আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও চিত্র পরিচালক সাবা সাহার। মঙ্গলবার পশ্চিম কাবুলের রাস্তায় হামলার ঘটনার পরপরই ৪৪ বছর বয়সী অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সফল অস্ত্রোপচার হয়েছে সাবার।

সাবার স্বামী ইমাল জাকি জানিয়েছেন, কাজে বেরিয়েছিলেন সাবা। রাস্তায় তিনজন আততায়ী তার গাড়ি লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। গাড়িতে ছিলেন সাবা, দুই দেহরক্ষী, এক শিশু এবং গাড়ির চালক। সাবা ও দুই দেহরক্ষী আহত হলেও চালক ও শিশুটি অক্ষত রয়েছে। তবে এই ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেন নি।

সাবা বাড়ি থেকে বেরোনোর পাঁচ মিনিট মধ্যেই গুলির শব্দ পান জাকি। ফোন করলে আহত সাবা জানান, পেটে গুলি লেগেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান জাকি। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে সেখান থেকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয় সাবাকে। সেখানে সফল অস্ত্রোপচার হয় তার।

আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সাবা মহিলাদের অধিকার নিয়েও কাজ করেছেন। পুলিশ অফিসার হিসেবেও প্রশিক্ষণ নিয়েছেন সাবা। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করছিলেন তিনি।

সাবার ওপরে হামলায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সূত্র: বিবিসি

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ