বিনোদন ডেস্ক
‘নোংরা সত্য জেনে ফেলায় খুন করা হয় সুশান্তকে’

সম্প্রতি সুশান্তের মৃত্যু রহস্যের সঙ্গে মাদক চক্রের যোগ রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসে, যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়ে গেছে। বিস্ফোরক অভিযোগ করলেন বলিউডের জনপ্রিয় তারকা কঙ্গনা রানাউত।
তিনি বলেন, বলিউডে প্রথম প্রবেশ করার পর তার মেন্টর তাকে পানীয়ের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে দিয়েছিলেন। নেশার দ্রব্য মেশানো পানীয়ের প্রভাবেই তিনি পুলিশের কাছে যেতে পারেননি। ফলে তার সঙ্গে কী হয়েছিল, তা পুলিশের অজানা রয়ে যায় বলে দাবি করেন কঙ্গনা।
কঙ্গনা আরও দাবি করেন, বলিউডে নিজের পায়ের নীচের মাটি শক্ত করার পর বিভিন্ন পার্টিতে হাজির হতেন তিনি। ওই সব পার্টিতে গিয়েই তিনি দেখতে পেতেন কীভাবে সেখানে নেশার জিনিসপত্র ব্যবহার করা হয়। এমনকি, বলিউড ‘মাফিয়াদের’ প্রসঙ্গও টেনে আনেন কঙ্গনা। বলিউডের বিভিন্ন হাই প্রোফাইল পার্টিতে কোকেইন ব্যবহার করা হয়। কোকেইনের মূল্য যতই আকাশছোঁয়া হোক না কেন, ওইসব পার্টিতে অনায়াসে তা ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন কঙ্গনা।
এসবের পাশাপাশি কঙ্গনা আরও দাবি করেন, সুশান্ত বিভিন্ন নোংরা সত্য জেনে ফেলেছিলেন, সেই কারণেই তাকে খুন করা হয় বলেও অভিযোগ করেন কঙ্গনা। সূত্র: জিনিউজ
আইনিউজ/টিএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ