Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ২৭ আগস্ট ২০২০
আপডেট: ২১:১৪, ২৭ আগস্ট ২০২০

মা হলেন হলিউড গায়িকা কেটি পেরি

হলিউডের জনপ্রিয় গায়িকা কেটি পেরি মা হয়েছেন। ২৭ আগস্ট পৃথিবীতে এসেছে তার প্রথম সন্তান। কন্যার নাম রাখা হয়েছে ডেইজি ডোভ ব্লুম।

শিশুটি জন্ম নেওয়ার পর ইউনিসেফ তাদের এক বিবৃতিতে জানায়, ‘ডেইজি ডোভ ব্লুমকে পৃথিবীতে স্বাগতম। আমদের শুভেচ্ছাদূত ক্যাট পেরি এবং অরল্যান্ডো ব্লুম দম্পতির নতুন আনন্দের কথা জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।’

Ketty Perryইউনিসেফের মাধ্যমে এক বিবৃতিতে কেটি-অরল্যান্ডো দম্পতি বলেন, ‘আমাদের মেয়ে নিরাপদে জন্মগ্রহণ করেছে এবং তার স্বাস্থ্য ভালো। এটা অনেক আনন্দের। কিন্তু আমরা জানি, আমাদের মতো এমন নির্বিঘ্নে সন্তান জন্মদানের অভিজ্ঞতা সবার হয় না। এক্ষেত্রে আমরা ভাগ্যবান। বিশ্বজুড়ে এখনও স্বাস্থ্যকর্মীদের ঘাটতি বিদ্যমান এবং প্রতি ১১ সেকেন্ডে একজন গর্ভবতী বা নবজাতকের মৃত্যু হয়। অথচ এসবের বেশিরভাগই প্রতিরোধযোগ্য।’

এই দম্পতি আরও বলেন, ‘কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে বিশুদ্ধ পানি, সাবান, ভ্যাকসিন ও ওষুধের অভাবে অসংখ্য নবজাতকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। বাবা-মা হিসেবে আমাদের এটা পীড়া দেয়। কারণ, সংগ্রামরত পিতা-মাতার প্রতি আমরা আগের চেয়ে সহানুভূতিশীল।’

এদিকে মেয়ের জন্মকে স্মরণীয় করে রাখতে নতুন অনুদানের পেজ খুলেছেন কেটি ও অরল্যান্ডো। এখান থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে নতুন মা ও তাদের সন্তানদের কল্যাণে। তাদের আশা, ‘সবার হৃদয়ে উদারতার ফুল ফুটবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ