বিনোদন ডেস্ক
আপডেট: ২১:১৪, ২৭ আগস্ট ২০২০
মা হলেন হলিউড গায়িকা কেটি পেরি

হলিউডের জনপ্রিয় গায়িকা কেটি পেরি মা হয়েছেন। ২৭ আগস্ট পৃথিবীতে এসেছে তার প্রথম সন্তান। কন্যার নাম রাখা হয়েছে ডেইজি ডোভ ব্লুম।
শিশুটি জন্ম নেওয়ার পর ইউনিসেফ তাদের এক বিবৃতিতে জানায়, ‘ডেইজি ডোভ ব্লুমকে পৃথিবীতে স্বাগতম। আমদের শুভেচ্ছাদূত ক্যাট পেরি এবং অরল্যান্ডো ব্লুম দম্পতির নতুন আনন্দের কথা জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।’
ইউনিসেফের মাধ্যমে এক বিবৃতিতে কেটি-অরল্যান্ডো দম্পতি বলেন, ‘আমাদের মেয়ে নিরাপদে জন্মগ্রহণ করেছে এবং তার স্বাস্থ্য ভালো। এটা অনেক আনন্দের। কিন্তু আমরা জানি, আমাদের মতো এমন নির্বিঘ্নে সন্তান জন্মদানের অভিজ্ঞতা সবার হয় না। এক্ষেত্রে আমরা ভাগ্যবান। বিশ্বজুড়ে এখনও স্বাস্থ্যকর্মীদের ঘাটতি বিদ্যমান এবং প্রতি ১১ সেকেন্ডে একজন গর্ভবতী বা নবজাতকের মৃত্যু হয়। অথচ এসবের বেশিরভাগই প্রতিরোধযোগ্য।’
এই দম্পতি আরও বলেন, ‘কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে বিশুদ্ধ পানি, সাবান, ভ্যাকসিন ও ওষুধের অভাবে অসংখ্য নবজাতকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। বাবা-মা হিসেবে আমাদের এটা পীড়া দেয়। কারণ, সংগ্রামরত পিতা-মাতার প্রতি আমরা আগের চেয়ে সহানুভূতিশীল।’
এদিকে মেয়ের জন্মকে স্মরণীয় করে রাখতে নতুন অনুদানের পেজ খুলেছেন কেটি ও অরল্যান্ডো। এখান থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে নতুন মা ও তাদের সন্তানদের কল্যাণে। তাদের আশা, ‘সবার হৃদয়ে উদারতার ফুল ফুটবে।’
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ